মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে গেড়িয়া বিলের বেড়ি বাঁধ নির্মাণ উপ প্রকল্পের একাংশ কাজের উদ্বোধন করেছেন । ৫ কিলোমিটার দীর্ঘ এই বেড়ি বাঁধের সাথে এই প্রকল্পের আওতায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে ।
দুই টেন্ডারে প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার বিভাগের অধীনে জাপান কেন্দ্রীক জায়কা অর্থায়নে এই উপ প্রকল্প বাস্তবায়িত হবে।
এই উপ প্রকল্প বাস্তবায়িত হলে ২৯০০ হেক্টর জমির ফসল বন্যার পানির কবল থেকে রক্ষা পাবে এবং একই সাথে শুস্ক মৌসুমে এই বিলে সংরক্ষিত পানি সেচ কাজে ব্যবহার করে ধান উৎপাদন বৃদ্ধি পাবে ও উৎপাদন খরচ হ্রাস পাবে । সানন্দখিলা , দীঘরকান্দা, মনোয়াকান্দা ও নয়নকান্দি গ্রামের জনগণের যাতয়াত সমস্যার সমাধান হবে।
২০১৪ সালে বিএনপি সমর্থিত তৎকালীন ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন এই প্রকল্পের প্রস্তাব করলে তৎকালীন আওয়ামী নেতাদের সংকীর্নতার কারণে এই প্রকল্প আলোর মুখ দেখে নাই । গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর এই প্রকল্প অনুমোদন লাভ করে ।
গেড়িয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমতির আমন্ত্রণে দীঘকারকান্দা গ্রামে বিলের পাশে শত শত নারী পুরুষের উপস্থিতিতে তিনি সমিতি ঘরের বেইজ ঢালাই কাজের সূচনা করে উদ্বোধন করেন । পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন , বিএনপির রাজনীতি উন্নয়ন , উৎপাদন , শান্তি , সমৃদ্ধি , সম্প্রীতির রাজনীতি । বিএনপি যে অবস্থানেই থাকুক না কেনো , দেশ ও জনকল্যাণকে অগ্রাধিকার দেয় প্রগতির ধারাকে এগিয়ে নিতে চায়।
তিনি বলেন , জনগণের রয়ে বিএনপি রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমুখী ও টেকসই উন্নয়ণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখবে । তিনি বলেন , আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট , দুর্নীতি করেছে , জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে । বিএনপি দুর্নীতি লুটপাটের বিষয়ে সর্বোচ্চ ও কঠোর সতর্কতা অবলম্বণ করে সকল এলাকায় সুষম উন্নয়ন করবে । বিএনপি উন্নয়নের রাজনীতি করে , উন্নয়ন নিয়ে রাজনীতি করে না ।
তিনি এসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন বিএনপি ক্ষমতায় আসলে প্রাথমিক বিদ্যালয় স্থাপন , যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নারী, কৃষক , বেকার ও নিম্ন আয়ের মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন ।
গেড়িয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমতির সভাপতি প্রভাষক ফয়সাল আহমদ সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন , আবদুল কুদ্দুস , মাহবুবুল আলম বাবুল , বিলডোরা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল হক খান সুজন , বাঘবেড় ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজেদ আলী মাষ্টার , সিরাজুল ইসলাম , কৃষক নেতা সৈয়দ মিয়া , উপ প্রকল্পের উপকারভোগী দীঘারকান্দা গ্রামের সেফালী আক্তার , আসিয়া খাতুন , রেজিয়া খাতুন , মনোয়াকান্দা গ্রামের ফাতেমা খাতুন ।
ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে হালুয়াঘাট বাজারের একাংশে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেন । বাজারের চিত্রা হলের সামনে থেকে শুরু করে মধ্য বাজার হয়ে গরু বাজার মোড়ে গিয়ে শেষ হয় । পরে গরু বাজার মোড়ে পথ সভায় তিনি আসন্ন সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলোকিত হালুয়াঘাট গড়তে সুযোগ দেয়ার আহ্বান জানান ।
এছাড়াও এমরান সালেহ প্রিন্স গতরাতে ধোবাউড়ার কাশিনাথপুরে ঐতিহাসিক মাদ্রাসা ইবনে মাসউদ (রা:) এবং ঘোষগাঁও এ ছালুয়াতলা (জিকিরপুর)তালিমী জলসায় যোগ দেন ।