শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:২৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। গণভোট জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে—এটাই বিএনপির স্পষ্ট অবস্থান।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একটি রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে, যারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু দুটি ভোট একসঙ্গে করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে। তাই বিএনপি মনে করে, গণভোট নির্বাচনের দিনেই হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর বাইরে জনগণ কোনো বিলম্ব বা অজুহাত মেনে নেবে না।”

জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের নির্বাচনের আগে গণভোটের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটি স্পষ্টতই নির্বাচন বানচালের ষড়যন্ত্র। গণতন্ত্রকে অচল করার নতুন কৌশল হিসেবে এ দাবি তোলা হচ্ছে।”

এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিএনপি। রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল তিনটায় শুরু হওয়া র‌্যালিটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও বাংলা মোটর ঘুরে সোনারগাঁও হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়