জুলাই সনদ বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবিভূর্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের টাউনহল অডিটরিয়ামে জেলার সাংগঠনিক সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয় শাপলা প্রতীক দিবে কি দিবে না, এটা তাদের মন মর্জির ওপর নির্ভর করেছে। তারা স্বেচ্ছাচারি ভূমিকা পালন করছে।
নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে সারজিস আরও বলেন, যেই নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন কখনও স্বাধীন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কশিনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, শাপলা প্রতীক না পেলে প্রয়োজনে রাজপথে নামবে এনসিপি।
তিনি আরও বলেন, কয়েকটা আসনের জন্য এনসিপি কারো সঙ্গে সমঝোতা করবে না। আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি নামেই ইলেকশনে যাবে এবং প্রতীক থাকবে শাপলা। উৎস: চ্যানেল২৪