এবার শাপলা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস।
সোমবার দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম তাদের নামে বরাদ্দ থাকা ডাব প্রতীকের বদলে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেন। বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান আবেদনপত্রটি ইসিতে জমা দেন।
ছয় বছর আগে নিবন্ধিত দলটি এমন এক সময়ে শাপলা প্রতীক চাইছে, যখন এ প্রতীক বরাদ্দ চেয়ে সোচ্চার হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগে গত জুনে শাপলা বা দোয়েল পাখি প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করে নিরাশ হতে হয় নাগরিক ঐক্যকে।
জানতে চাইলে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম বলেন, “আমরাই শাপলা প্রতীকের প্রথম দাবিদার। এখন নির্বাচন কমিশন কাউকে এ প্রতীক বরাদ্দ দিলে প্রথমেই বাংলাদেশ কংগ্রেসকে দিতে হবে। এজন্যই আমরা আবেদন ঠিক করেছি।”
২০১৯ সালের ৯ মে ৪৪ নম্বর দল হিসাবে ডাক প্রতীকে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
দলটির আবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছিল। তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় কমিশনের তরফে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক, এটি দলীয় প্রতীক হতে পারে না।
“নির্বাচন কমিশনের উক্ত কথার প্রেক্ষিতে আমরা ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেই, যদিও আবেদনপত্রের সাথে জমাকৃত কাগজপত্র ও দলীয় লোগো’তে তখনও শাপলার ছবি ছিল।”
সেই সময় নিবন্ধন না পাওয়ায় দলটি আদালতের দ্বারস্থ হয়। এরপর ২০১৯ সালে আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেয় ইসি।
বাংলাদেশ কংগ্রেসের আবেদনে বলা হয়েছে, “পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে যখন বাংলাদেশ কংগ্রেস-এর নিবন্ধন দেওয়া হয়, তখন আমরা 'বই' প্রতীক দাবী করি, কিন্তু গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেয়া সম্ভব নয় বলে আমাদেরকে 'ভাব' প্রতীক নিতে বাধ্য করা হয়।”
এতে আরও বলা হয়, সম্প্রতি কোনো কোনো রাজনৈতিক দলের তরফে ‘শাপলা’ প্রতীক চাওয়া হচ্ছে।
“সে প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক 'শাপলা'কে যদি দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেয়া হয়, সেক্ষেত্রে প্রথম দাবীদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে।”
দপ্তর সম্পাদক তুষার রহমান ইসিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ চায়।
“আমরা ২০১৭ সালে শাপলা প্রতীক চেয়ে আবেন করেছি, কিন্তু ইসি আমাদের তা দেয়নি। তাই সামনে শাপলা প্রতীক যদি গেজেটভুক্ত করত, তবে আমাদের যেন দেয়া হয়। আমরাই মূলত শাপলা প্রতীকের মূল দাবিদার। আমাদের চাওয়া হচ্ছে নির্বাচন কমিশন যদি দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেয়, তবে আমাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে দেয়।” সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম