মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ। দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব নিরাপদ।
তিনি বলেন, নিপীড়ন হয়ে যদি থাকে তা হলে এদেশে আওয়ামী লীগের আমলে ও সময়ে হিন্দু সম্প্রদায় নিপীড়িত হয়েছে। বিএনপির আমলে নয়।
রোববার শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে তার এলাকার কয়েকটি পূজাঁ মন্ডপ পরিদর্শন করেন মির্জা আব্বাস। এ সময় তিনি সনাতনী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাতে পল্টন কমিউনিটি সেন্টার পূজাঁ মন্ডপ পরিদর্শন শেষে মির্জা আব্বাস সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখবেন। বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি হিন্দু সম্প্রদায়ের ভাই- বোনদের উদ্দেশ্য করে বলেন, আপনারা একটু হিসাব করে দেখবেন। আপনার আত্বীয় - স্বজন কখন ভারতে চলে গেছে।
তিনি বলেন, বিএনপির সময় যদি ১ পার্সেন্ট গিয়ে থাকে তা হলে আওয়ামীলীগের সময় গিয়েছে ১০০ পার্সেন্ট। আমি এ কথা আমার বাস্তবতা থেকে বলছি। যেহেতু আমি এই এলাকার সন্তান। তাই আমার চেয়ে কেউ বেশী জানে না।
মির্জা আব্বাস বলেন, বিএনপির হাতে এদেশের যেকোন সম্প্রদায় নিরাপদ। বিএনপির সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা কথা ভাবে। রক্ষা করে ।তাদের পাশে সব সময় থাকে।