বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কিছু দল বলছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। কারণ, তারা জানে ভোটে অংশ নিলে ১০ আসনও পাবে না। এ কারণে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে সমাবেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। আওয়ামী লীগের অত্যাচারীদের বিচার বিএনপিই প্রথম দাবি করেছে, কারণ সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে এই দলের নেতাকর্মীরাই।
রুমিন ফারহানা আরও জানান, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের সমর্থন পেয়ে এসেছে। অতীত সরকারের সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছিল। তার বিরুদ্ধেও রয়েছে ১০টি মামলা, যার মধ্যে তিনটি খুনের মামলা। তবুও দল ও আদর্শ থেকে বিচ্যুত হননি।