শিরোনাম
◈ ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ◈ চলতি বছরের পাঁচ মাসে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, বাস্তবায়নে অগ্রসর ২০% ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা ◈ মেট্রোরেলের ১৪টি স্টেশনে রিটেইল শপ ভাড়ার ঘোষণা, পেতে হলে যা করবেন ◈ ‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক ◈ জামায়াতের ভয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ◈ জেল ভাঙার এক বছর পরও ৭০০ বন্দি পলাতক, নাম বদলাচ্ছে ‘কারাগার’ হচ্ছে Correction Services Bangladesh ◈ বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন ◈ শুনানিতে বিএনপি-এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি ◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পিআর’ নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি: স্থায়ী কমিটির বৈঠক

গণভোট এবং গণপরিষদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে বিএনপি। এই চিন্তা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে দলটি। নেতাদের ভাষ্য, জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং সেই অঙ্গীকারই আইনের চেয়েও বেশি শক্তিশালী। এ ছাড়া পিআর পদ্ধতির দাবি তোলা দলগুলোর সঙ্গে বিরোধে জড়াবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানিয়েছে, বিএনপি’র সিদ্ধান্ত, সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয়, রাজনৈতিক ঐকমত্য হওয়া এমন সংস্কার প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারে। যেসব সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধন সংশ্লিষ্ট, সেগুলো নির্বাচিত সংসদ করবে। জাতীয় ঐকমত্য কমিশনের আগামী বৈঠকে দলটি তাদের এই অবস্থান তুলে ধরবে।

সূত্র জানায়, বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদের সর্বশেষ অবস্থা দলের নীতি-নির্ধারকদের অবহিত করেন। বৈঠক মনে করে, গণভোট  কিংবা গণপরিষদের মধ্যদিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই, এমন চিন্তা বাস্তবসম্মতও নয়। এটি একটি অলীক ধারণা। কারণ গণভোটের আয়োজন করা হয় সুনির্দিষ্ট একটা ইস্যুতে। কিন্তু জুলাই সনদে বহু ইস্যু রয়েছে। সুতরাং এটা নিয়ে গণভোট হতে পারে না।

সূত্র আরও জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন- দেশে যখন সংবিধান থাকে না তখন গণপরিষদের প্রশ্ন আসে। কিন্তু দেশ তো এখন সংবিধানশূন্য অবস্থায় নেই, দেশে এখন সংবিধান বিদ্যমান রয়েছে। তাছাড়া বিদ্যমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে এবং দেশ পরিচালনা করে আসছে। জাতীয় ঐকমত্য কমিশনও জুলাই সনদ প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে বিদ্যমান সংবিধানের ভিত্তিতে।

জানা গেছে, বৈঠকে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে অঙ্গীকার। রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষরের পর তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এর মানে দেশের জনগণের সামনে অঙ্গীকার করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অঙ্গীকার ভঙ্গ করলে পরবর্তীতে জনগণই ভোটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে এর জবাব দেবে।

এ ছাড়া স্থায়ী কমিটির বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। পিআর না হলে নির্বাচন করতে দেয়া হবে না কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- কয়েকটি রাজনৈতিক দলের এমন সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠকে নেতারা বলেন, প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে বক্তব্য রাখবে, মতামত দেবে- গণতন্ত্রে এমন নানা মত থাকবে এবং এটাই স্বাভাবিক। এখানে দ্বন্দ্বের কিছু নেই। এটা দলগুলোর রাজনৈতিক কৌশল হতে পারে, মাঠ গরম করার জন্য তারা এমন বক্তব্য দিতে পারে। এ নিয়ে দলগুলোর সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্ব বা বিরোধে বিএনপি যাবে না বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। 

ওদিকে বৈঠকে সামপ্রতিক সময়ে পুলিশ ও প্রশাসনে হওয়া বিভিন্ন রদবদল নিয়েও আলোচনা হয়েছে। তবে কোনো কোনো পক্ষ থেকে এসব বদলি বা রদবদলের সঙ্গে বিএনপি’র সম্পৃক্ততা রয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছ, সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে নেতারা বলেন, এরসঙ্গে বিএনপি’র কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। তবে সরকার চাইলে এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে পারে, বিএনপি সেক্ষেত্রে দল সুনির্দিষ্ট কাউকে দায়িত্ব অর্পণ করবে। যিনি এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় করবেন। কিন্তু কোনো কারণ ছাড়াই বিএনপি এসব রদবদল করছে কিংবা এরসঙ্গে বিএনপি’র নাম জুড়ে দেয়া, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বলে মনে করছে দলটি। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়