শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০২:০৫ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপকলে শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাঁদাবাজি: ভারতীয় গণমাধ্যমের দাবি

আর কদিন পরেই ৫ আগস্ট। এই দিনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হবে। তাঁর দল আওয়ামী লীগ বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত বলে নিউজ১৮-কে জানিয়েছেন দলটির ভেতরের কিছু সূত্র। যদিও দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না, তবে দলের নেতা-কর্মীদের টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ এবং সেসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নিয়ে তারা রীতিমতো অবাক।

গত এক বছর ধরে, শেখ হাসিনার দলের নেতা ও কর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনো কোনোটিতে ২০ থেকে ৩০ হাজারের বেশি সদস্য আছেন। প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

তবে, আওয়ামী লীগের কিছু সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছেন কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন। কিন্তু তাঁর কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর।

সূত্রগুলো আরও দাবি করেছে, ওবায়দুল কাদের এখন নিজেই বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তাঁর প্রতিদিনের কথা বলার সময় ঠিক করেন। অনেকে এটাকে তাঁর রাজনৈতিক কৌশল না বলে হতাশা হিসেবে ব্যাখ্যা করেছেন।

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ১৮-কে বলেছেন, ‘দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি নিজের গুরুত্ব ধরে রাখার জন্য অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যা দলের ভালোর জন্য নয়, বরং এক ধরনের আর্থিক প্রতারণা চালানোর জন্য।’

ওই নেতা আরও জানান, শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে, তিনি টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করে দলের জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন।

তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব—যেমন সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল—এবং এমনকি শেখ হাসিনার জন্যও বড় একটি উদ্বেগের বিষয় হলো, ড. ইউনূসের সমর্থক এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মীরা এসব গ্রুপের অনেকগুলোতে ঢুকে পড়েছে বলে মনে করছে দলটির নেতা-কমীরা।

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিএনপি-জামায়াতের কর্মীদের অনুপ্রবেশের সঙ্গে লড়াই করলেও, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুগত গোয়েন্দা সদস্যদের অনুপ্রবেশ এটাই প্রথম। এই অনুপ্রবেশকারীরা নাকি গ্রুপগুলোর কথোপকথন রেকর্ড করে, যা পরে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ব্যবহার করা হয়। দলটির ভেতরের খবর অনুযায়ী, গ্রুপে আলোচনার ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার শুরু হয়ে গেছে।

প্রথম কখন এই সন্দেহ দেখা দেয়? এ বিষয়ে জানতে চাইলে দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দেখুন, মাঝেমধ্যে অপ্রীতিকর মন্তব্য আসছিল। কিন্তু ধানমন্ডি ৩২-এর মতো পরিচিত গ্রুপগুলোতেও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের নামে নামকরণ করা) কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করা হয়েছে, যা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু যখন প্রতিরোধ গড়ার আলোচনার ভিত্তিতে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাওয়া শুরু হলো, তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা যতটা দেখা যাচ্ছে, তার চেয়েও গভীর।’

এই সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনা কী চান? নিউজ১৮ জানতে পেরেছে, শেখ হাসিনা এই পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্বে আমূল পরিবর্তন চান। তিনি চান না, কর্মীরা শুধু ‘কিবোর্ড যোদ্ধা’ হয়ে থাকুক। নিউজ১৮ আরও জানতে পেরেছে, ডেটা কালোবাজারে এবং ডার্ক ওয়েবে ফাঁস হওয়া খবরের পর আওয়ামী লীগের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ সালে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে দলটি মনে করছে, তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে প্রস্তুত—এবার টেলিগ্রাম নয়, সরাসরি রাস্তায় নামার ‘পর্ব’।

দলের এক নেতা বলেন, ‘এক বছর হয়ে গেল। আওয়ামী লীগ জনগণের জন্য লড়তে চায়। তাই, প্রতিটি জেলা ও মহানগর এলাকায় বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে খুব শিগগিরই প্রতিরোধ কমিটি গঠন করা হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়