শিরোনাম
◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগে উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি- নাহিদ ইসলাম

এল আর বাদল : জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। -- বি‌বি‌সি বাংলা

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার শেরপুরে এক পথসভায় এ কথা বলেন মি. ইসলাম।

তিনি বলেন, “দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি, পাঁচই অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সাথে জুলাই ঘোষণা পত্রও ঘোষণা করতে হবে”।

মি. ইসলাম বলেন, “ঐকমত্য কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। যদি পাঁচই অগাস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, তাহলে তেসরা অগাস্ট আমরা ঢাকায় আসছি। জুলাই ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়বো না।

সংস্কার প্রসঙ্গ টেনে মি. ইসলাম বলেন, “আমরা বলেছি, যে কারণে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্রের আমরা পরিবর্তন চাই”।

তিনি বলেন, “এ জন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে। এই উচ্চ কক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে সাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে নাগরিক পার্টি সমর্থন দেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়