শিরোনাম
◈ কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়? ◈ জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যার শঙ্কা – ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে ◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা ◈ পাকিস্তানকে ৭ উই‌কে‌টে হা‌রি‌য়ে সিরিজ শুরু বাংলাদেশের ◈ দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান ◈ চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা জামায়াত আমীরকে দেখতে এসেছি : মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম: জামায়াতে ইসলামী  আমীর ডা.শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমীরকে দেখতে  আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে সেখানে যান তিনি। এসময় তিনি জামায়াত আমীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার খোঁজ নেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ে জামায়াত আমীরের সুস্থ থাকাটা খুবই জরুরি। সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। উনার সুস্থতার তথ্য জেনে আমরা আশ্বস্ত হয়েছি।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা জামায়াত আমীরকে দেখতে এসেছি। 

দলীয় আমীরকে দেখতে আসায় বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জামায়াত। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, জামায়াত আমীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দোয়া চেয়েছেন। 

তিনি বলেন, জামায়াত আমীর এখন সুস্থ আছেন। তার হার্ট, কিডনি স্বাভাবিক আছে। অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় রাত নয়টায় জামায়াতের আমীরকে বাসায় নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য,আজ  শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। একবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দেয়া শুরু করলেও আবার পড়ে যাওয়ায় বসে বক্তব্য শেষ করেন তিনি। সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়