শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে : সাইফুল হক

মনিরুল ইসলাম: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে। ধর্মীয় বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে অধিকারের  কোন বৈষম্য করা যাবেনা। পার্বত্য আঞ্চলিক পরিষদের বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।                                                               

তিনি বলেন, জুলাই - আগস্ট  গণঅভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে রাষ্ট্র ও সমাজে সকল ধরনের বৈষম্যের বিলোপ ঘটাতে হবে।তিনি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র গণতান্ত্রিক ও মানবিক নয়।যে সমাজ নিদারুণ বৈষম্যমুলক সে সমাজের মানুষও নিরাপদ নয়।

তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাষ্ট্র তার নাগরিকদের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য তাদের অধিকারের ক্ষেত্রে কোন পার্থক্য করবেনা।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র। 

আজ মঙ্গলবার  বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে   রাংগামাটির বড়ুয়া সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে উপরোক্ত  বক্তব্য রাখেন। মতবিনিময় সভার শুরুতেই জুলাই - আগস্ট গণ-  অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

তিনি পার্বত্য তিন জেলায় আঞ্চলিক পরিষদ সহ জেলা ও উপজেলা স্তরে স্থানীয় সরকারে বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও আহবান জানান। তিনি বড়ুয়া সম্পদায়ের ৮ দফা দাবির প্রতিও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থন ব্যক্ত করেন।

মিলন বডুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভদন্ত অদিতানন্দ মহাথেরো, ত্রিদিব বড়ুয়া টিপু, প্রকাশ কুসুম বড়ুয়া, ধীমান বড়ুয়া, জিনপদ বড়ুয়া,শ্যামল চৌধুরী, জুয়েল  বড়ুয়া, শম্ভু বড়ুয়া, অপু বড়ুয়া,দেবাশীষ বড়ুয়া,জনি বডুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়