শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জাতি: গোলাম পরওয়ার

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই গ্রামে গ্রামে ঐক্য তৈরি হয়েছে।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের’ দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘দৃশ্যমান সংস্কার সম্পন্ন করতেই হবে। কেউ কেউ বলেন, ক্ষমতায় গেলে সংস্কার করবেন, তারা কীভাবে জানলেন তারা ক্ষমতায় যাবেন?’

বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু আচরণ জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

সমাবেশে ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্যের ইঙ্গিত দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘ভিন্নমত থাকা সত্ত্বেও আজ আমরা একত্রিত হয়েছি। এর মাধ্যমে ইসলামের ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। পীর চরমোনাইয়ের এ উদ্যোগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া হবে না। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের অধিকার আদায় করতে হবে। জুলাই ঘোষণার বাস্তবায়ন অবিলম্বে শুরু করতে হবে। সরকারের ভেতরে কোনও ফ্যাসিবাদী শক্তিকে থাকতে দেওয়া হবে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়