শিরোনাম
◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কি গ্রেপ্তার হয়েছেন?

‘রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান….’ শীর্ষক একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা হয়নি। বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ‘প্রিয়বাংলাটোয়েন্টিফোর’ নামক ওয়েবসাইটে ভুয়া খবর প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। 

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে সংবাদমাধ্যম দাবি করা ‘প্রিয়বাংলাটোয়েন্টিফোরডটকম’ নামের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

উক্ত লিংকে ‘রাজধানীর মণিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের..’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে আসাদুজ্জামান খান কামালের রাজধানীর মণিপুরী এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়—‘রাজধানীর মণিপুরী এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি বুধবার নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান।’

এ সব তথ্যের সূত্র ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যম সূত্রে জানা যায়, পুলিশ কর্তৃক রাজধানীর মণিপুরীপাড়া  এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধারের বিষয়টি ২০২৪ সালের ৫ নভেম্বরে ঘটনা। 

আসাদুজ্জামান খান কামাল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আওয়ামী লীগের সরকারের কোনো মন্ত্রী কিংবা সংসদ সদস্যকে গ্রেপ্তার সম্পর্কিত তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন মাধ্যমে সরকারের পক্ষ থেকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমে জানানো হয়। কোনো মাধ্যমেই আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়নি। 

আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা হলে স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমে তথ্য জানানোর কথা, তবে সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে এমন কোনো তথ্য জানানো হয়নি।

এছাড়া, আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো দাবি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ খুঁজেও পাওয়া যায়নি। এতএব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারের খবরটি যে একেবারেই ভুয়া, এটা প্রমাণিত। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়