শিরোনাম
◈ কুমিল্লায় অটোরিকশাচালকের সততার অনন্য নজির: ১৫ লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন মালিককে ◈ জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ◈ চট্টগ্রামে রেলের ক্যারেজ কারখানায় যন্ত্রাংশ চুরি, ময়লার গাড়িতে পাচার ◈ আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ যাওয়া নয়: নাহিদ ইসলাম ◈ শ্যামগ্রাম সলিমগঞ্জ সড়কের বেহাল দশা, প্রতিদিনই ঝুঁকিতে যাত্রীরা ◈ ডলারের দাম কম ব্যাংকে, বাড়তি খোলা বাজারে ◈ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে দেশীয় গ্যাসফিল্ডগুলোর উৎপাদন ◈ অবশেষে পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ◈ ট্রাম্পের বাড়তি শুল্ক অর্থ উপার্জন করলেও তা বুমেরাং হবে ◈ আওয়ামীলীগ সরকারের আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি মহাসচিবের সঙ্গে এএনএফরেল প্রতিনিধি দলের বৈঠক

মনিরুল ইসলাম: আজ ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)-এর একটি প্রতিনিধি দল। চার সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস।

থাইল্যান্ডভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) এশিয়ার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গণতন্ত্রের প্রসার ও সমর্থনে কাজ করে আসছে ১৯৯৭ সাল থেকে। এটি একটি আন্তর্জাতিক, স্বাধীন, অরাজনৈতিক এবং মাল্টি-সেক্টরীয় জোট, যা অবাধ, সুষ্ঠু ও নিয়মিত নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে কাজ করে থাকে।

বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মহাসচিব নির্বাচনের সুষ্ঠুতা, অবাধ ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনকালীন পরিবেশ নিয়ে প্রতিনিধি দলের সামনে দলের অবস্থান তুলে ধরেন।

ANFREL নির্বাচনী পর্যবেক্ষণ, অংশীজনদের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচনভিত্তিক সংগঠন, মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গণতন্ত্রচর্চা ও নির্বাচন ব্যবস্থার বিকাশে কাজ করে থাকে। এছাড়া, নির্বাচন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রচারাভিযান ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনাও সংস্থাটির অন্যতম অগ্রাধিকার।

বৈঠকটি প্রায় এক ঘণ্টা দশ মিনিট স্থায়ী হয়।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন:

মায়া বতী (বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক)

থারিন্দু আবেয়ারথনা (প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার)

আফসানা আমে (প্রোগ্রাম অ্যাসোসিয়েট)

  • সর্বশেষ
  • জনপ্রিয়