শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৩৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই, ডিসেম্বর কাট অফ টাইম: মির্জা ফখরুল (ভিডিও)

মনিরুল ইসলাম : বিএনপি নির্বাচনে তারিখ নিয়ে সন্তষ্ট নয়। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। তবে প্রধান উপদেষ্টা  ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চান। তবে সুনির্দিষ্ট  কোনো ডেডলাইন দেননি। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে আমরা মোটেও সন্তুষ্ট নই, আমরা বলেছি সুনির্দিষ্ট রোডম্যাপ চাই।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি-ডিসেম্বর যে কাট অফ টাইম; ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তখন সেটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। 

তিনি বলেন, আমরাও সংস্কার চাই। সংস্কারের প্রস্তাব দিয়েছি। কাল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। আলোচনা করবে সংস্কার নিয়ে। 

তিনি বলেন, আমরা আমাদের দলের সাথে বৈঠক করে। এবং আমাদের সাথে যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় জানাব। আপনাদের সামনে আবার হাজির হবো।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়