শিরোনাম
◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও) ◈ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান বিষয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি ◈ শেয়ারবাজার রক্ষার কি কেউ নেই? ◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের ◈ ভর্তুকির পরও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা!

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৩৬ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই, ডিসেম্বর কাট অফ টাইম: মির্জা ফখরুল (ভিডিও)

মনিরুল ইসলাম : বিএনপি নির্বাচনে তারিখ নিয়ে সন্তষ্ট নয়। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। তবে প্রধান উপদেষ্টা  ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চান। তবে সুনির্দিষ্ট  কোনো ডেডলাইন দেননি। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে আমরা মোটেও সন্তুষ্ট নই, আমরা বলেছি সুনির্দিষ্ট রোডম্যাপ চাই।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি-ডিসেম্বর যে কাট অফ টাইম; ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তখন সেটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। 

তিনি বলেন, আমরাও সংস্কার চাই। সংস্কারের প্রস্তাব দিয়েছি। কাল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। আলোচনা করবে সংস্কার নিয়ে। 

তিনি বলেন, আমরা আমাদের দলের সাথে বৈঠক করে। এবং আমাদের সাথে যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় জানাব। আপনাদের সামনে আবার হাজির হবো।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়