শিরোনাম
◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার ◈ বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা ◈ সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার ◈ বিশ্বকাপও বয়কট কর‌লো পা‌কিস্তান, এই মুহূর্তে ভারতে দল পাঠানো তা‌দের প‌ক্ষে সম্ভব নয়

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:০৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশন: জামায়াত সুপারিশ জমা দেবে আজ, বিএনপি’র মতামতও চূড়ান্ত

সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্ধারিত সময়ে জমা না দিয়ে সময় চাওয়া দলগুলো পর্যায়ক্রমে তাদের মতামত জমা দিতে শুরু করেছে। আজ জামায়াতে ইসলমীর পক্ষ থেকে মতামত জমা দেয়া হবে।

সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে এই প্রতিবেদন জমা দেবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিএনপি’র মতামতও চূড়ান্ত। দলীয় সূত্র জানিয়েছে, আজ কিংবা শনিবার বিএনপি’র পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলীয় মতামত জমা দিতে পারেন। 

ওদিকে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকেই আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)কে। বিকাল ৩টায় আলোচনা শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঐকমত্য কমিশন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের লক্ষ্যে ৬ কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করবে। এই ছয় কমিশনের সুপারিশের বিষয়ে মতামত ১৩ই মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলকে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। বুধবার পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়