মাজহারুল মিচেল: [২] চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ড. এ. কে. আব্দুল মোমেন।
[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক শোকবার্তায় নিউইয়র্ক অবস্থানরত ড. মোমেন বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী একজন অসাধারণ প্রতিভাবান নির্মাতা ছিলেন। চলচ্চিত্র ও নাটক নির্মাণসহ লেখক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। তিনি তার সৃষ্টিকর্মের মাঝে বেঁচে থাকবেন।
[৪] ড. মোমেন মরহুম সালাউদ্দিন জাকীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
[৫] উল্লেখ্য, গত সোমবার ঢাকায় একটি হাসপাতালে সৈয়দ সালাহউদ্দিন জাকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সম্পাদনা: তারিক আল বান্না
এমএম/টিএবি/এনএইচ