মাজহারুল মিচেল: [২] জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ঢাকার সাভার এবং নরসিংদী পৌরসভায় ৮ দিনে পর্যায়ক্রমে এই সংখ্যক কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয় ও মাইক্রোচিপ লাগানো হয়।
[৩] এফএও এর উদ্যোগে গ্লাসগো বিশ্ববিদ্যালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর যৌথ সহযোগিতায় এ প্রকল্পটি পরিচালিত হয়।
[৪] এফএও রোববার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০৩০ সাল নাগাদ জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়তে গত ৮ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সাভারে ১ হাজার ১৪৬টি এবং নরসিংদী পৌরসভায় ১ হাজার ৭টি কুকুরকে এ টিকা দেয়া হয়। সাভারের টিকাপ্রাপ্ত কুকুর কলার দিয়ে ও নরসিংদী পৌরসভার টিকাপ্রাপ্ত কুকুর রং দিয়ে চিহ্নিত করা হয়।
[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন পর দুইটি এলাকা পরিদর্শন করবে। কলার পরানো কুকুর সম্পর্কে কমিউনিটিতে মানুষের অভিমত বোঝার জন্য সমাজবিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রকে নিযুক্ত করা হবে যারা এই সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। সম্পাদনা: তারিক আল বান্না
এমএম/টিএবি/এনএইচ