ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছেন। জনপ্রিয় এই ইসলামি বক্তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই সমালোচনা থাকলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা আরও তীব্র হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একটি নির্বাচনী সভায় টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন মুফতি আমির হামজা। তার ঠিক পাশের চেয়ারে বসে আছেন কয়েকজন ব্যক্তি।
এই দৃশ্যটি ঘিরে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সভায় অংশ নেওয়া শ্রোতাদের চেয়ারে বসিয়ে নিজে টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শিষ্টাচারবিরোধী। অনেকের মন্তব্য- ছোট পরিসরের অনুষ্ঠান হলেও একটি মঞ্চ বা অন্তত উঁচু স্থানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল, টেবিল ব্যবহার করা সমীচীন নয়।
এই ঘটনায় সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে এবং নির্বাচনী মাঠেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।