শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২০ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিশক্তিতে বিকশিত হোক বহুজাতিক বিশ 

এম আমির হোসেন

এম আমির হোসেন: দেশভাগের আগে পূর্ববঙ্গের জমিদাররা জমিদারি করতো এখানে, আর আবাস গড়তো কলকাতায়। এলিট এই শ্রেণিটা তাদের ভবিষ্যৎ প্রজন্মের আখের গোছাতে ছিল সদা-সচেষ্ট। সেই প্রজন্ম আজ কোথায় হারিয়ে গেছে? তাদের আজ কে মনে রেখেছে? বহু ঘটনাপরিক্রমার মধ্যদিয়ে বাংলাদেশ নামক যে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এখানেও আছে এলিট সেই শ্রেণি। এরা এখানে পেশাগত, রাজনৈতিক বা ব্যবসায়িক জমিদারি করছে তাদের পরবর্তী প্রজন্মকে প্রবাসে স্থায়ী করার জন্য। যেন এখানে ওদের রুটিরুজির কর্মস্থল, মূল ঠিকানা প্রবাসে। যেন এখানে সাময়িক কোয়ার্টার, প্রবাসে মূল প্রাসাদ। বরাবরের মতো এরাও হারিয়ে যাবে ইতিহাসের অতলান্তে।

নমশূদ্রের এই অঞ্চলে সাধারণ মানুষই সৃষ্টি করেছে বায়ান্ন-একাত্তরের মতো যুগান্তকারী ইতিহাস। আত্মপরিচয়ে দ্বিধান্বিত হয়ে কিছু মানুষ কালে-কালে সরে যাবে ঠিকই কিন্তু সাধারণ যে মানুষেরা নিজের পরিচয় ঊর্ধ্বে তুলে সতত সংগ্রাম করে যাবে তারাই হবে এই ব-দ্বীপের ভবিষ্যৎ-কাণ্ডারি। আন্তর্জাতিকতাবাদ দুর্বলের শক্তি, মেধা ও সম্পদকে শোষণের চটকদার এক মতবাদ। এই মতবাদ ছড়িয়ে সাম্রাজ্যবাদীরা তাদের বুদ্ধিবৃত্তিক জমিদারি ঠিকই বজায় রাখছে আমাদের মতো সংশয়ভাবাপন্ন, সুবিধাবাদী ও স্বল্পবুদ্ধির এ অঞ্চলে। 

মানুষের জাতিভিত্তিক আইডেন্টিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্র অঞ্চলের আইডেন্টিটি বিনির্মাণে সাধারণের সৃষ্ট এই বায়ান্ন ও একাত্তর ঐতিহাসিক দুটি মাইলফলক। 

বায়ান্নর একুশ কেবল পরাধীন রাষ্ট্রে ভাষাকে অসম্মান করার বিরুদ্ধে-করা প্রতিবাদ নয়, জাতিবৈচিত্র্যের বিশ্বে অস্ত্রশক্তি ও বুদ্ধিশক্তির প্রতিবন্ধকতাকে পরাজিত করে একটি জাতির আত্মপরিচয়কে ঊর্ধ্বে তোলার সফল প্রচেষ্টাও। জাতিশক্তিতে বিকশিত হোক বহুজাতিক বিশ্ব একুশের দিনে এই প্রত্যাশা আমার। 

লেখক: চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়