মাসুদ রানা, ফেসবুক: আগামীকাল রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন মধ্যপ্রাচ্যে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। এদিকে বৃহস্পতিবার ইরানের প্রেসিডেণ্ট উচ্চপর্যায়ের একটি পরিষদ নিয়ে মস্কৌতে আসছেন প্রেসিডেণ্ট পুতিনের সাথে কথা বলতে।
চলমান ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্রেসিডেণ্ট পুতিনের এই মধ্যপ্রাচ্য-সফর এবং ইরানের প্রেসিডেণ্টের রাশিয়া সফর নিঃসন্দেহে তাতপর্যপূর্ণ। ধারণা করা যায়, পুতিনের মধ্যস্থতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান প্যালেস্টাইন তথা মধ্যপ্রাচ্য বিষয়ে একটি ঐক্যমতে উপনীত হওয়ার প্রক্রিয়ার মধ্যে এসেছে।
০৫/১২/২০২৩, লণ্ডন, ইংল্যাণ্ড