স্বকৃত নোমান: জীবন এক কঠিন সংগ্রাম। প্রতি মুহূর্তের লড়াই। টিকে থাকার স্বার্থে, হে লেখক, কারও বড় কোনো ক্ষতি না করে অল্পস্বল্প অসততা আপনি করতেই পারেন। সেটা ক্ষমা করা যেতে পারে। ইতিহাস একদিন ক্ষমা করে দিতেও পারে। কিন্তু আপনি যদি লেখার সঙ্গে অসততা করেন, সেটা ক্ষমা নয়। ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না। লিখে যান হে লেখক। অবিরাম লিখে যান। আপনি যদি লেখার প্রতি সৎ থাকেন, একদিন সফলতা আসবেই। শত্রুরা যতই শত্রুতা করুক, যতই আপনাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। কারণ আপনি লিখতে পারেনÑ এটাই আপনার বড় শক্তি। এই শক্তির সামনে, যত বড় শত্রুই হোক না কেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। একদিন তাকে চোখ নামাতেই হবে। হবেই। আপনি যদি লেখার প্রতি সৎ থাকেন, পুরস্কারের পেছনে আপনাকে ছুটতে হবে না। পুরস্কারের জন্য কান্নাকাটি করতে হবে না। পুরস্কারের জন্য কাউকে ধরতে হবে না, কাউকে তৈলমর্দন করতে হবে না। একদিন সমস্ত পুরস্কার আপনার পায়ের কাছে এসে লুটাবে। লুটাবেই। মহাকালে রেখাপাত।