শওগাত আলী সাগর: [১] বাংলাদেশের নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে নানা ধরনের বিতর্ক কথাবার্তা হচ্ছে বেশ কদিন ধরেই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ ব্যাপারে একটি সতর্কীকরণ বার্তা জারি করে বলেছেÑ এসব সমালোচনা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
[২] শিক্ষাক্রম নিয়ে সমালোচনার বিস্তার ঘটছিলোÑ প্রবল বেগে। সেই সমালোচনার বিপরীতে সত্যিকার তথ্যটা কী, সমালোচকরা যে গুজব ছড়াচ্ছেÑ তা তথ্য প্রমাণ দিয়ে ধরিয়ে দেওয়ার দায়িত্ব কার ছিলো? শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, সুশীল সমাজ, শিক্ষা নিয়ে কাজ করা এনজিও, মিডিয়া।
[৩] প্রতিটি মিডিয়াতেই শিক্ষা বিট আছে এবং একজন রিপোর্টার শিক্ষা বিষয়ে রিপোর্ট করার দায়িত্বে থাকেন। যে বিষয়গুলো নিয়ে বিতর্ক ছড়াচ্ছে- সেগুলো অসলে কতোটা সত্য কিংবা শিক্ষাক্রমে আসলে কীভাবে আছে, সেগুলো মিডিয়া তুলে ধরতে পারতো (হয় তো তুলে ধরেছেন কেউ কেউ)। সুশীল সমাজ, শিক্ষক সমিতিগুলো এ নিয়ে আলোচনা, বিতর্ক করতে পারতো। [৪] কর্তৃপক্ষের সতর্কবার্তায় বিতর্ক দূর হয় না, বরং সংশয় বাড়ে। প্রয়োজন তথ্যভিত্তিক আলোচনা। নতুন শিক্ষাক্রমের যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করা হচ্ছে, তার বিপরীতে সঠিক তথ্য নিয়ে আলোচনা হোক। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক