আশিক নূরী : ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। এদিকে গুঞ্জন উড়ছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি হয়েছে ‘পুষ্পা টু’ সিনেমার ডিজিটাল স্বত্ব। টলিউড ডটনেট জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্সের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৭৯ লাখ টাকার বেশি) ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্টের ডিজিটাল স্বত্ব গত বছর কিনেছিল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। মাত্র ৩০ কোটি রুপিতে কিনেছিল প্রতিষ্ঠানটি। এবারো ডিজিটাল স্বত্ব কিনতে চেয়েছিল অ্যামাজন। ধারণা করা হচ্ছে, নেটিফ্লিক্সের এতো মোটা অঙ্কের টাকার সামনে পিছিয়ে যায় তারা। সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।
আপনার মতামত লিখুন :