শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নকশীকাঁথার জমিন’, পরিচালকের প্রতিভা এবং সক্ষমতা দারুণভাবে তুলে ধরেছেন

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: [১] পুরোটা সময় ধরেই কি দর্শকদের সবাই কোনো ঘোরের মধ্যে ছিলেন। আমি যে ছিলামÑ তা নিশ্চিত। কী যে এক সম্মোহনী শক্তি পর্দা থেকে চোখ ফেরাতেই দিলো না। আমরা দেখছিলাম ‘নকশীকাঁথার জমিন’। ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিএমএফএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটি দেখানো হয়। [২] শহরে এখন চলছে মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার সন্ধ্যায় এর সমাপনী। নানা দেশের, নানা ভাষার নানা মেজাজের সিনেমা দেখার এ এক অপূর্ব আয়োজন। সিনেমা পাগল কিছু বাংলাদেশি কানাডীয়ান তারুণ্যের ভালোবাসার ফসল ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিএমএফএফ) এবার ৬ষ্ঠ বছরে পা দিয়েছে।

[২] মূলধারার সিনেমা হল সিনেপ্লেক্স (২২ লেভোবিক এভেনিউ) ছিমছাম আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ফেস্টিভ্যালের। এমপিপি ডলি বেগম ছিলেন প্রধান অতিথি। ডলি বক্তৃতা করতে উঠে মঞ্চে ডেকে নেন এই আয়োজনের ভলান্টিয়ার টিমকে। প্রবাসে বাংলাদেশিদের যতো অনুষ্ঠানাদি হয়, প্রায় সবখানেই বাচ্চারা থাকে উপেক্ষিত। টিএমএফএফ হচ্ছে ব্যতিক্রম, যেখানে নতুন প্রচন্মের একঝাঁক ছেলে মেয়ে সংযুক্ত থাকে, ভলান্টিয়ার হিসেবে। টানা কয়েক দিন সিনেমার সঙ্গে যুক্ত থাকে তারা, সিনেমার পাশাপাশি বাংলা সংস্কৃতির সঙ্গেও তাদের আন্তরিকতাটা গাঢ় হয়। ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য টরন্টো ফিল্ম ফোরাম বাড়তি ধন্যবাদ পাওনা। 

[৩] ‘নকশীকাঁথার জমিন’ নিয়েই বলি। শক্তিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প, কাজেই সিনেমার কাহিনী অসাধারণ হবে তা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যারা অভিনয় করেছেন, তারা যে কী নিপুণ দক্ষতায় গল্পটাকে বাস্তবে রূপ দিয়েছেন। নির্মাতা আকরাম খানকে ধন্যবাদ জানাই। ‘নকশীকাঁথার জমিন’ তার প্রতিভা এবং সক্ষমতা দুটোকেই আমাদের সামনে তুলে ধরেছেন। 

[৪] সত্যি বলতে কী, জয়া আহসানের অভিনয় আমি আগে দেখিনি। এই প্রথম তার অভিনীত কোনো সিনেমা দেখলাম। জয়া আহসানের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে। [৫] টরন্টো ফিল্ম ফোরামের প্রেসিডেন্ট এনায়েত করীম আমাদের বাবুল ভাইকে ধন্যবাদ, ব্যতিক্রমী চিন্তার অপূর্ব একটা টিমকে সঙ্গে নিয়ে সিনেমা দেখার অসাধারণ একটা উৎসবের আয়োজন করার জন্য। 
 লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়