জাকির তালুকদার: রাজনীতি করিবেন না।-এমন ফতোয়া আসে ফেসবুকে। রাজনীতি জিনিসটা কী? রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো আপনাকে প্রতিনিয়ত ধর্ষণ করছে। আপনি ঠেকাতে পারছেন না। কিন্তু ব্যথায় চিৎকার করছেন। এই চিৎকারটাই হচ্ছে ন্যূনতম রাজনীতি। পচে যাওয়া কুমড়া দেখেছেন? আঙুল দিয়ে গুতা মারলেই ভস ভস শব্দ করে আঙুল ঢুকে যায়।
রাষ্ট্র প্রতিমুহূর্তে তার লিঙ্গদণ্ড প্রবেশ করিয়ে আমাদের পশ্চাদ্দেশকে সেইরকম ভসভসে করে দিয়েছে। সেই ভসভসে পশ্চাদ্দেশে দণ্ড ঢোকালে আর ব্যথা অনুভব করা যায় না। কিন্তু তাকালে দেখা যায় সেখানে গাঙ-গ্যাংগ্রিন হয়ে গেছে। তখন আপনি যে আতঙ্কিত চিৎকার করেন, সেটাই ন্যূনতম রাজনীতি। প্রতিবাদী রাজনীতি না করতে বলাটা হচ্ছে সবচেয়ে নোংরা রাজনীতি। সেটি রাষ্ট্রকে তার ধর্ষণকাণ্ড চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। আর আপনাকে বলে মেনে নিতে। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুকে ২১ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।