সুমন্ত আসলাম: [১] করোনাকাল ও অর্থনৈতিক সংকটে সরকারের সুদমুক্ত ঋণে গাড়ি কিনেছেন এরইমধ্যে ২৩০০ জন কর্মকর্তা। ডিসি ও ইউএনওদের জন্য ২৬১টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন। ১৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্যও গাড়ি কেনার প্রস্তাব। [২] ক্লাস সিক্সে বাংলা রচনা এসেছিলোÑবড় হয়ে তুমি কী হবে? বিষদ বর্ণনা করে লিখেছিলাম-ডাক্তার হবো।
[৪] হে আল্লাহ, এই দেশে কত অলৌকিক ঘটনাই তো ঘটাচ্ছো তুমি প্রতিদিন। আমাকে একদিনের জন্য ক্লাস সিক্সে পাঠাও না প্লিজ! প্রাণ ভরে আর অপার আকুতি নিয়ে নিজের ইচ্ছার কথা লিখব সাদা ধবধবে পরীক্ষার খাতায়Ñডিসি বা ইউএনও হবো আমি, না হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [৫] সাধারণ মানুষ চাল-আলু-ডাল-মরিচ-পেঁয়াজ কিনতে কাঁদুক, মাথা খুড়ে মরুক; গাড়ি যে আমার একটা চাই-ই-ই চাই! ফেসবুকে ২১ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।