মুনশি জাকির হোসেন: ইতিহাসের এমনকি তামা যুগেও সরকার/বিপ্লব/স্বাধীনতা/রাজা পরিবর্তনে সর্বদা অর্থনীতি অন্যতম অনুঘটক হিসাবে কাজ করে গেছে। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, বাতিস্তার পতন, এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধ, অর্থনীতি খারাপ, জনগণ খারাপ আছে, বৈষম্য হচ্ছে, এটিই অন্যতম ক্যাটালিস্ট, এর পর ধর্ম, অমুক, তমুক এসেছে। এমনকি ধর্মও কখনও শুরুতেই আসেনি। ইসলাম ধর্মের প্রসার অনেক ক্ষেত্রেই ঘটেছে বিনা রক্তপাতে, কারণ শাসক গোষ্ঠীর বিপক্ষে জনগণ চলে গিয়েছিল অর্থনৈতিক কারণে।
বাংলাদেশে গত দশকে বিএনপি-জামায়াত কোনো আন্দোলন করতে পারেনি, জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যাত হয়েছিল দুটো কারণে, প্রথমত আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিতীয়ত বিএনপি-জামায়াতের অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষমতা না থাকার কারণে। কিন্তু এখন জনগণ আবার নতুন ডিলেমার ভেতর চলে গেছে। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। কিন্তু সুফল ভোগ করতে পারছে না। সুফলই যদি ভোগ না করতে না পারি তাহলে সেই উন্নয়নের অর্থ কী। এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগেরই দিতে এবং সেটি দিতে হবে উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানোর মধ্য দিয়ে। সিন্ডিকেট ভেঙ্গে দিলে, অর্থনীতি ঠিক থাকলে, দ্রব্যমূল্য ঠিক থাকলে সব ঠিক, বিএনপি-জামায়াত, ভোটাধিকার, মানবাধিকার এসব কর্পূরের ন্যায় বাতাসে উবে যাবে। ফেসবুকে ২১ সেপ্টেম্বর প্রকাশিত হয়েচে।