মাসুদ রানা: আমি আগেও ‘স্বপরিবারে’ নিয়ে লিখেছি। কিন্তু আজ লক্ষ করলাম ‘স্বপরিবারের’ ব্যবহার সাংঘাতিকভাবে একটি বার্তাকে পালটে দিয়েছে প্রায় ১৮০ ডিগ্রীতে। এক ব্যক্তি ফেইসবুকে লিখেছেন: ‘বঙ্গবন্ধু অনেক আত্মবিশ্বাসী ছিলেন [;] মোশতাককে বিশ্বাস করেছিলেন বলেই স্বপরিবারে শহীদ হয়েছিলেন’। ‘স্ব’ মানে হচ্ছে নিজের। আর, স্বপরিবার মানে হচ্ছে নিজের পরিবার। সুতরাং স্বপরিবারে অর্থ হচ্ছে নিজের পরিবারে। কেউ যদি স্বপরিবারের শহীদ হন, এর অর্থ হবে তিনি পরিবারের ভিতর খুন হয়েছেন। কিন্তু লেখক সম্ভবতঃ এটি বলতে চাননি যে ‘বঙ্গবন্ধু নিজের পরিবারের ভিতর খুন হয়েছেন’।
তাহলে, কী লিখা উচিত ছিলো লেখকের? লেখকের উচিত ছিলো ‘স্ব’ স্থলে ‘স’ লিখা। কারণ, ‘স’ অর্থ সহ বা সহকারে। অর্থাৎ, লেখকের উচিত ছিলো ‘[বঙ্গবন্ধু] সপরিবার শহীদ হয়েছিলেন’ লিখা। তাতে অর্থ দাঁড়াতো যে, তিনি পরিবার সহ শহীদ হয়েছিলেন। আরও মনে রাখা জরুরি যে, ‘সপরিবার’ লিখতে হবে শূন্য বিভক্তিতে, ‘সপরিবারে’ লিখলেও তা ভুল হবে। সুতরাং হে বঙ্গজন, ‘স্বপরিবারে’ শব্দটি ব্যবহারে সতর্ক হোন, যাতে একটি বার্তা দিতে গিয়ে তার বিপরীত বার্তা না দিয়ে ফেলেন। ০৫/০৮/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড