শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ১২:৫৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন সৌদির আল হিলালের ১২ হাজার কোটি টাকা অফার ফিরিয়ে দিলেন ‘পিতাশ্রী মেসি’?

বিপ্লব পাল

বিপ্লব পাল: মেসির হাতে যখন বিশ্বকাপ উঠলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ছবিটির কথা। সবার প্রথমেই তার তিন ছেলেসহ কাপ নিয়ে আনন্দে মেতে উঠলেন। ওই সময় আমি একটা ব্লগে লিখেছিলাম, ‘মেসি কেমন পিতা? মেসিকে কোনো পার্টিতে পাওয়া যায় না। মেসি শুধুই ফ্যামিলির সঙ্গে ডিনার করেন। নইলে তার তিনজন ছেলের সঙ্গে খেলে বেড়াচ্ছেন। ফুটবল এবং ফ্যামিলির বাইরে তৃতীয় কোনো মেসির সন্ধান কেউ পায়নি। ওই জন্যই লিখলাম, শতাব্দির সেরা স্বামীর স্বর্ণ বলটিও মেসির প্রাপ্য। বিশ্বকাপ জেতার পর আপনারা সবাই দেখেছেন, মেসি সেলিব্রেশন করছেন তার তিন সন্তান এবং বউকে নিয়ে। সেই ছবি টিভি থেকে আমিও তুলেছি। গোটা বিশ্ব দেখেছে। একদম দারুণ সুখী সংসারের ছবি দখতে কেনা ভালোবাসে। সবাই দারুণ দারুণ করছে। খুব ভালো। এখানেই কিন্তু পুরুষকূলের দফারফা হয়ে গেলো, সেটা কেউ বুঝলো না’। আমি আগেই লিখেছিলাম, শতাব্দির সেরা ফুটবলার শুধু নাÑ যদি শতাব্দির সেরা পিতার পুরস্কার থাকে, সেটিও মেসির প্রাপ্য। এবার মেসি কী করলো দেখুন। আমেরিকাতে ফুটবল খুব বেশি জনপ্রিয় না। আমেরিকার মেজর লিগ সকার গত বছর সাকুল্যে ইনকাম করেছে ২২০ মিলিয়ান ডলার। সেখানের একটি ক্লাব, যা ডেভিড বেকহামের মালিকানায়, সেই ইন্টার মিয়ামিতে খেলবেন মেসি। ইন্টার মিয়ামির আগের বছরের রেভিনিউ মেরেকেটে ২৪ মিলিয়ান ডলার। 

১৪০০ মিলিয়ানের ধারে কাছে নেই। আমেরিকাতে মেজর লিগের সেরা প্লেয়াররা ম্যাক্স ৭- ১০ মিলিয়ানের (৫০-৮০ কোটি টাকা)  কাছাকাছি পান। সেখানে ১২,০০০ কোটি টাকার অফার ছাড়লেন মেসি? এখন কথা উঠেছে, মেসি এর জন্য অ্যাপল টিভি এবং আদি দাসের কাছ থেকে রেভিনিউ শেয়ার পাবেন। সেগুলো যোগ করলেও খুব বেশি হলে ৩০০ মিলিয়ান ডলারের (২৪০০ কোটি টাকার) বেশি হবে নাÑ ১৪০০ মিলিয়ান (১২,০০০ কোটি টাকা) ডলারের ধারে-কাছে যাবে না। আল হিলাল শেষ মুহূর্তে ওই টাকা দিয়ে মেসির মিয়ামি যাত্রা আটকাতে চেয়েছিল। পারেনি। কিন্তু কেন? এখানেই কান পাতলে শোনা যাচ্ছে, মেসি চাইছেন তার ছেলেরা আমেরিকাতে বড় হোক। কারণ আমেরিকার স্কুল এবং ইউনিভার্সিটি সিস্টেম। পাতিকথা ছেলেদের পড়াশোনা। অর্থাৎ ছেলেদের পড়াশোনার কথা ভেবে, মেসি সৌদির রেকর্ড অফার ছেড়ে অনেক কম টাকায় আসছেন ইন্টার মিয়ামিতে। আমাদের জন্য ভালো। ঘরের পাশে ডিসি ইউনাইটেডের সঙ্গে খেলায় তাকে দেখতে পাব চাক্ষুষ। প্রশ্ন উঠবে এতো টাকা তারÑ তিনি সৌদিতে খেলতেন, ছেলেরা আমেরিকাতে পড়তো। আফটার অল তিনি প্রায় ১২,০০০ কোটি টাকা ছেড়ে , ৪০০০ কোটি টাকার (তাও ম্যাক্স-যদি রেভিনিউ হয়) অফার নিলেন? কারন তিনি মেসি। তার কাছে ১২,০০০ কোটি টাকার চেয়ে ছেলেদের সান্নিধ্য, ছেলেদের মানুষ করা অনেক বেশী গুরুত্বপূর্ন। এই জন্যেই তিনি মেসি। 

শতাব্দির সেরা খেলোয়ার শুধু নাÑ শতাব্দির সেরা পিতাও। আর এই প্রতিদিন আমাদের অধিকাংশ অভিভাবকদের দেখছি। ছেলেমেয়েদের জন্য একটুও কিছু পড়বেন, দেখবেনÑ সময় দিয়ে শিখবেন সেসব কিস্যু নেই। তারা আমার কাছে আসছেন, দাদা বলে দিন কী করতে হবে। এস ইফ টাকা খরচ করে টিউটরদের কাছে পাঠালে আর লাখ টাকার কোর্স এবং সার্টিফিকেট কিনলেই ছেলেমেয়েরা দাঁড়িয়ে যাবে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ এবং বড় হওয়া ওইভাবে টিউটর এবং কোচিং সেন্টারে আউটসোর্স করা যায় না। ভুলে যাচ্ছেন মেসির আমেরিকাতে আসার দরকার ছিলো নাÑ ছেলেদের এখানকার সেরা স্কুলে পড়তে পাঠিয়ে দিতেন। টাকা আছে তো টাকা দিলেই হতো। তারা আমেরিকার সব থেকে ভালো স্কুলে এমনিতেই পড়তো। কিন্তু তিনি মেসি। ছেলেদের সঙ্গে খেলেন। ছেলেদের সঙ্গে পড়াশোনাও করেন। ফুটবলের বাইরে শুধু সেটাই করেন। তাকে কোনোদিন কোনো পার্টিতে দেখা যায় না যে কারণে। আপনার প্রশ্ন করুন, আপনারা লাস্ট কবে আপনার ছেলের সঙ্গে দৌড়াতে গেছেন বা ফুটবল খেলেছেন বা নিদেনপক্ষে বাড়িতে ফ্রি হ্যান্ড করেছেন? শুধু ছেলে শরীরচর্চা করছে নাÑ পড়াশোনা করছে না বলে নালিশ করলে হবে? আপনিও ওর সঙ্গে এক্সসারসাইজ করুন। একই বই পড়ুন একসঙ্গে। তবেই না সে আপনাকে দেখে শিখবে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়