শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:২১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সফলতার দায়

আর রাজী

আর রাজী, ফেসবুক থেকে: কোনো পরীক্ষায় আপনি প্রথম দ্বিতীয় হয়েছেন, বিসিএস হয়েছে- উল্লাস করে আপনি ও/বা আপনার মা-বাবা-ভাই-বোন তা প্রচারে নামছেন। আপনি অনেক মানুষকে আপনার সাফল্যের কথা লিখছেন-বলছেন: এর অন্তর্গত অর্থ হলো- আপনি বা আপনার সন্তান, ভাই বা বোন লাখ লাখ সহপাঠীকে পিছনে ফেলে দিয়েছে সেইটি দুনিয়ার মানুষকে জানান দিতে চাইছেন।
  
কেউ কেউ বলেন- এই যে অন্যকে পিছনে ফেলে দেওয়ার আনন্দ বা সুখ তা এক ধরনের বিকৃতি। আপনি যত চিৎকার করে আপনার সাফল্য ঘোষণা করেন, আপনি ততোটাই হীন মানুষ। অন্যকে ছোট করার মধ্যে দিয়ে যদি আপনি/আপনারা সুখী হন তাহলে জানবেন, আপনি বিকারগ্রস্ত। 

শত বছর ধরে কতো শত পরীক্ষায় কতো শত জন প্রথম দ্বিতীয় হয়েছে, কে মনে রাখে ওই সব তুচ্ছ সাফল্যের কথা! শেষতম হয়েছে যারা তাদেরও কতোজন যে যাপন করেছে, করে চলেছে তৃপ্তিকর সুখী জীবন তার ইয়াত্তা নাই! অথচ ক্ষীণ দৃষ্টির বিকারগ্রস্ত আপনি রটাচ্ছেন অতিসাময়িক তুচ্ছ এক সাফল্যের গল্প।

ভেবে দেখুন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে যে মেয়ে আত্মহত্যা করছে, সেই আত্মহননের পিছনে আপনার 'তথাকথিত সাফল্য' প্রচারের দায় কিন্তু কোনো অংশেই কম না। আপনার বিবেক কী বলে?

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়