আর রাজী, ফেসবুক থেকে: কোনো পরীক্ষায় আপনি প্রথম দ্বিতীয় হয়েছেন, বিসিএস হয়েছে- উল্লাস করে আপনি ও/বা আপনার মা-বাবা-ভাই-বোন তা প্রচারে নামছেন। আপনি অনেক মানুষকে আপনার সাফল্যের কথা লিখছেন-বলছেন: এর অন্তর্গত অর্থ হলো- আপনি বা আপনার সন্তান, ভাই বা বোন লাখ লাখ সহপাঠীকে পিছনে ফেলে দিয়েছে সেইটি দুনিয়ার মানুষকে জানান দিতে চাইছেন।
কেউ কেউ বলেন- এই যে অন্যকে পিছনে ফেলে দেওয়ার আনন্দ বা সুখ তা এক ধরনের বিকৃতি। আপনি যত চিৎকার করে আপনার সাফল্য ঘোষণা করেন, আপনি ততোটাই হীন মানুষ। অন্যকে ছোট করার মধ্যে দিয়ে যদি আপনি/আপনারা সুখী হন তাহলে জানবেন, আপনি বিকারগ্রস্ত।
শত বছর ধরে কতো শত পরীক্ষায় কতো শত জন প্রথম দ্বিতীয় হয়েছে, কে মনে রাখে ওই সব তুচ্ছ সাফল্যের কথা! শেষতম হয়েছে যারা তাদেরও কতোজন যে যাপন করেছে, করে চলেছে তৃপ্তিকর সুখী জীবন তার ইয়াত্তা নাই! অথচ ক্ষীণ দৃষ্টির বিকারগ্রস্ত আপনি রটাচ্ছেন অতিসাময়িক তুচ্ছ এক সাফল্যের গল্প।
ভেবে দেখুন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে যে মেয়ে আত্মহত্যা করছে, সেই আত্মহননের পিছনে আপনার 'তথাকথিত সাফল্য' প্রচারের দায় কিন্তু কোনো অংশেই কম না। আপনার বিবেক কী বলে?
এসবি২