শামীম আজাদ: সে যুগে দেশ থেকে দেশান্তরে মেয়েরা তো বটেই, এমনকি পুরুষরাও কম ভ্রমণে, বাইরে যেতেন। সে যুগে লেখাপড়ার জন্য বাড়ির বাইরে কারও কাছে মেয়েরা তো বটেই, পুরুষরাও কম পড়তেন। সে যুগে রেডিও শোনা, টিভি দেখা ও ছবি তোলা তুলি শুধু যে ছিলো না তা নয়, এ নিয়ে কেউ পরিচিতও ছিলেন না। তাই বাসার ভেতরে রয়ে যতো ইচ্ছা হাত মোজা পা মোজা, মাথা ঢাকা কান ঢাকা রাখলেই ল্যাঠা চুকে যায়। কী দরকার ঘর থেকে বেরুবার? তাই বন্ধ কর সব।
বাইরে না গিয়ে, বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা না করে, ইমিগ্রেশন ভিসার মুখামুখি না হয়ে, বিদেশ না গিয়ে সেই আগের যুগের মতো টিভি না দেখে, ছবি না এঁকে, পত্রিকা না পড়ে, মোবাইল না নিয়ে, ভিডিও চ্যাট না করে, অনলাইনে ছবি না দেখে থাকো জানালা বন্ধ করে ভেতরে থাকো সোনারা। তোমাদের সামনেই কেউ যাবে না। প্রমিজ। ফেসবুক থেকে