ব্যারিস্টার ফারাহ খান, ফেসবুক থেকে: আজ মেঝকাকার (সিরাজুল আলম খান দাদা) শরীরে জ্বর বেড়ে গিয়েছে। গা কাঁপছে। মিনিট দশেক আগে (বুধবার রাত বারোটার কিছু আগে) জ্বর মাপা হয়েছে। এখন জ্বর ১০১। এখন রাত তাই মেঝকাকার শরীর স্পঞ্জ করা যাচ্ছে না কিন্তু ঔষুধ দেওয়া হয়েছে জ্বর কমার জন্য।
প্রতি দু’ঘন্টা অন্তর রাইস টিউবের মাধ্যমে খাওয়া দেওয়া হচ্ছে এবং পটাসিয়াম এর ইনজেকশন টানা চলছে। আজ প্রেসার বার বার মাপা হয়েছে। অল্প ডোজ করে এখন তিন বেলা প্রেসারের ঔষুধ চলছে। প্রেসার এখন কিছুটা higher end এ থাকছে সব সময়।
তুলনা মূলক ভাবে আজও response কম। ডাক্তাররা বলছেন এই মূহুর্তে জ্বর ভালো লক্ষন না।
সবাই দোয়া করবেন মেঝকাকার জন্য প্লিজ।
আপনার মতামত লিখুন :