শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০১:০১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো অজুহাত দেখানো সরকারের কাজ নয়

আহসান হাবিব

আহসান হাবিব: [১] কোনো অজুহাত দেখানো সরকারের কাজ নয়। সরকারের কাজ সঠিক ব্যবস্থাপনা। সঙ্কট ছিলো। আছে। থাকবে। সরকারের কাজ সঙ্কট মোকাবেলা। সঙ্কট দেখিয়ে নিজের দায় মুক্তির চেষ্টা সরকারের ব্যর্থতা। কখন কোনো সঙ্কট জনজীবনকে দুর্বিষহ করে তুলবে, তা আগে থেকে বুঝতে না পারা, জনগণকে প্রস্তুত না করা সরকারের মাথাবুদ্ধির পরিচায়ক। মনে রাখতে হবে সরকার পরিচালনার জন্য প্রতিটি অর্থ জনগণের মাথার ঘাম পায়ে ফেলার ফল। সরকারের এক পয়সাও নিজের কোনো উপার্জন নাই, তার কাজ সুষ্ঠু ব্যবস্থাপনা। পারবেন না, জনগণ আপনাকে ক্ষমতা থেকে ফেলে দিতে একফোঁটা চিন্তা বা দেরি করবে না। গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় না।

[২] এই একবিংশ শতাব্দীতে একটা সরকার মানুষের ন্যূনতম মৌলিক প্রয়োজন মেটাতে পারে না, এর চেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতা কী হতে পারে? পুঁজিপতিদের অর্থ আত্মসাৎ, অর্থপাচার, শ্রমিক শোষণ বন্ধ করতে যে সরকার ব্যর্থ, সে সরকার আধুনিক নয়, সেকেলে। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে, কায়িক পরিশ্রমের জায়গা দখল করছে বিকল্প বুদ্ধিমত্তা, সেখানে আমাদের দেশে মানুষ সস্তি তো দূরের কথা, প্রতিটি টাকা অর্জন করে ঘামের বিনিময়ে। ঘাম মানে আদিম এই শরীর। তো এতো ফুটানি কীসের। এখন যে তীব্র দাবদাহে মানুষ বিদ্যুতের জন্য, পানির জন্য হাহাকার করছেÑ এর দায় কার? সরকারের। জনগণের নয়। তো এখন কেন এতো অজুহাত? এমন সঙ্কট দেখা দিতে পারে, এটা বুঝতে কি আইনস্টাইন হতে হয়? মাথামোটা সরকার আর কাকে বলে? এই সরকারের প্রতিটি লোক মাথামোটা কিন্তু আশ্চর্যরকমভাবে চতুর। এদের কাজ সরকারকে একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত করা। করেছেও। 

[৩] এখন এই রাষ্ট্রের বিরুদ্ধে চলছে নানামুখী ষড়যন্ত্র। রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র ওতোপ্রতোভাবে জড়িত। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে বিরাজনীতিকীকরণ। একটা পদলেহী সুশীল গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে দেশকে পরনির্ভরশীল বানিয়ে তোলাই এখন একচেটিয়া মুমূর্ষু পুঁজিবাদী শক্তির কাজ। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। পৃথিবীর বহু দুর্বল জায়গা থেকে মার খেয়ে তাদের শকুন দৃষ্টি এখন এই দেশের উপর। এদের সঙ্গে হাত মিলিয়েছে রাজনীতির নামে দেশীয় ষড়যন্ত্রকারীরা। এরা জয়লাভ করবে সরকারের অদূরদর্শীতার জন্য। একবার ফসকে গেলে মেরুদণ্ড আর সোজা হবে না। ভুগতে হবে বছরের পর বছর। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়