মাসুদ রানা: জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মৃত্যুর মুখোমুখী। হয়তো বেশি দিন বাঁচবেন না তিনি। আমি জানি, তাঁর মৃত্যুর পর অনেক লেখা-লেখি হবে। অনেকেই হয়তো প্রয়োজনের চেয়ে অনেক কম কিংবা অনেক বেশি বলবেন। তা বলুন। কিন্তু যেটি প্রয়োজন, তা হচ্ছে, একজন প্রাজ্ঞ ব্যক্তির হাতে বস্তুনিষ্ঠ তথ্য ও প্রমাণ সহযোগে তাঁর একটি জীবনী রচনা।
লক্ষ করছি, অনেকেই তাঁকে স্বাধীনতার রূপকার হিসেবে আখ্যায়িত করেছেন। স্বাধীনতার রূপকার মানে হচ্ছে যিনি স্বাধীনতার রূপদান করেছেন। তিনি যদি তাই হয়ে থাকেন, ঐতিহাসিক দলিল-প্রমাণ দিয়ে এদাবি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের উচিত স্বাধীনতার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা-রাখা ব্যক্তির সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি দিয়ে জাতির ইতিহাসে তাদের প্রাপ্য স্থানে প্রতিষ্ঠিত করা। ০১/০৬/২০২৩ লণ্ডন, ইংল্যাণ্ড।