শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:৪২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহলে রাজনীতিবিদরা কোথা থেকে ইনপুট পাবেন?

মো. সামসুল ইসলাম

মো. সামসুল ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা পলিসি পর্যালোচনা করলে বোঝা যায় যে তাদের পাবলিক পলিসি বা ফরেন পলিসি কতটুকু গবেষণা বা চিন্তাভাবনার ফসল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর থিংকট্যাংক এবং বুদ্ধিজীবীরা এসব পলিসি প্রণয়ন করেন, যা বাস্তবায়িত করেন সে দেশের রাজনীতিবিদ্গণ এবং সরকার। যতদূর জানি, ব্রুকিংস ইন্সটিটিউশনের গবেষণাতো ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা উভয়েই ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের ক্যাটো ইন্সটিটিউটের কথাও বলা যেতে পারে। যুক্তরাজ্যের ইন্সটিটিউট ফর ফিসকাল স্টাডিজ বা ব্রাসেলসে সেন্টার ফর ইউরোপীয়ান পলিসি স্টাডিজ পলিসি মেকারদের ভালো ইনপুট দেয়ার জন্য তো সুপরিচিত। 

বাংলাদেশের কথা আর কী বলবো। নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বক্তব্য নিয়ে তো হাসাহাসি কম হলো না। র‌্যাবের স্যাংশনের পরেও কিছু শিক্ষকদের বক্তব্যে পুরো জাতি হতাশ হয়েছে। তাদের এ ধরনের বক্তব্যে সরকার, রাজনৈতিকদলগুলো বিভ্রান্ত হয়। আমি দেশের ডেমোক্রাটাইজেশন বা ডেমোক্রেটিক ডেফিসিট নিয়ে সাম্প্রতিক গবেষণা খুঁজতে গিয়ে পাইনি। রাজনীতিবিদরা কোথা থেকে ইনপুট পাবেন? আমি নিজে একটা সরকারি থিংক ট্যাংকে দীর্ঘদিন কাজ করেছি। কী ধরনের পলিসি প্রেসক্রিপশন দিতে হবে অনেকেই তা বুঝতো না। ফরেন কন্সাল্টেন্সি করতে গিয়ে সে সময় সেটা তার চরিত্রই হারিয়ে ফেলেছিলো।

সাম্প্রতিক নতুন ভিসা নিয়েও অনেক তথাকথিত বিশেষজ্ঞ (সবাইকে বলছি না) টকশোতে হড়বড় করে যা বলছে তা সরকার, রাজনৈতিক দল এবং জাতিকে বিভ্রান্ত করবে মাত্র। ভুল বার্তা দিচ্ছেন এসব হঠাৎ গজিয়ে উঠা আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্পর্কের কোনও বই না পড়ে, দুকলম না লিখে  তারা বিশেষজ্ঞ বনে গিয়েছেন। এমনকি তারা অনেক প্রোপাগান্ডা বিচার-বিশ্লেষণ ছাড়াই গ্রহণ করছেন। তাদের এসব উল্টোপাল্টা কথাবার্তা জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। লেখক: চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, স্টেট ইউনিভার্সিটি, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়