শিরোনাম
◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০২:৫৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কার না চেয়েই নিছে, এইরকম লেখক কয়জন খুঁজে পাওয়া যাবে? 

শোয়েব সর্বনাম

শোয়েব সর্বনাম: পৃথিবীর যেকোনো বড় পুরস্কার, এমনকি নোবেল পর্যন্ত, লবিস্ট নিয়োগ না করলে পাওয়ার কোনো সিস্টেম নেই। দুনিয়ার অনেক বড় প্রতিষ্ঠান আছে যাদের কাম এইসব লবিং করতে থাকা। এজেন্টরা টাকা পয়সা দিয়া লবিং করাইতে থাকে যাতে বাজারে বইয়ের বিক্রি বাড়ে লেখকের অত খবরও রাখা লাগে না। বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নেই। আমাদের সিস্টেম হইলো সাহিত্যঘনিষ্ঠ বিভিন্ন দলে যোগ দিয়ে মদ খেয়ে জেনে নিতে হবে কমিটিতে কারা আছে। যেহেতু কবি সাহিত্যিকদের টাকাপয়সা নেই, ফলে এই লাইনে উপঢৌকনের চল তেমন নেই। কবি-সাহিত্যিকরা কমিটির লোকেদের ফোন করে বিভিন্ন ধরনের উপকার করার প্রস্তাব দিতে থাকেন। 

কমিটির লোকটা একসময় উপকারী লোকেদের যে কারও টোপ গিলে ফেলবেন। তখনই ভিত্রে ভিত্রে সবাই জেনে যাবেন পুরস্কারকে পেতে যাচ্ছে। সেইসময় দেখা গেলো কোনো লেখক ভিতরের লোকেদের কাছে জানায়ে দিলো এইবার পুরস্কার না পেলে তিনি সুইসাইড করবেন। তখন তারে ধরে এনে পুরস্কার দিয়ে দেওয়া হয়। আর এমন কোনো ঘোষণা না আসলে আলোচিত লোকটিই পুরস্কার পেয়ে যায়। এখন যাদের অনেক বয়স হইছে, সব ধরনের আড্ডায় যোগ দেয়ার শারিরীক অবস্থা আর নেই, আবার এখনো পুরস্কার পাননি, তারা লাইনঘাট হারায়ে ফেলছেন। এখন হল্লা শুরু করছেন। আমাদের পাবলিশিং ইন্ডাস্ট্রির প্রফেশনালিজমের অভাবে এই ম্যাসাকার পরিস্থিতির সৃস্টি হইছে বলে আমার সন্দেহ। আমাদের লেখকদের এজেন্ট এবং পুরস্কারগুলোর লবিস্ট নিয়োগ দেয়া দরকার।  লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়