শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০২:০৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৩, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ভিসানীতি এবং জেহাদি জোশ

হেলাল মহিউদ্দিন  

হেলাল মহিউদ্দিন: ‘বিএনপি ক্ষমতায় ফিরলে আত্মহত্যা করবেন হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা’Ñখবরটি পাঠ করে মনে হলো দলটিকে সমূলে ধ্বংস করার জন্য নিজেদের লোকজনই জেহাদি জোশে উঠেপড়ে লেগেছেন। ভিসা রেস্ট্রিকশনের পর মার্কিন যুক্তরাষ্ট্র এই জেহাদি জোশকে মারাত্মক সিরিয়াসলি নেবে নিশ্চিত। আইসিস, আল-কায়েদা, তালেবান, বোকো হারাম ইত্যাদি সংগঠনের সুইসাইড বোম্বিং স্কোয়াড কিন্তু হুবহু একই রকম জোশে সৃষ্ট। বিশ্বাস না হলে র‌্যাডিক্যালিজম নিয়ে যারা পড়াশোনা-গবেষণা করেন, তাদের জিজ্ঞেস করে দেখুন। এখন এই নেতার সঙ্গে তাল মিলিয়ে আরও দু’চারজন একই রকম ঘোষণা দিলেই কেল্লাফতে। ছুতা হলেও মার্কিন গোয়েন্দা হালখাতায় সম্ভাব্য সুইসাইড স্কোয়াডমুখী হিসেবে দলটির নাম লেখা হয়ে যাবে নিশ্চিত। 

যুক্তরাষ্ট্র কোপ দেবার ঠিক আগে-আগে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেশটির পরদেশ-নীতির পক্ষে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে। ৩ তারিখে সরকারকে জানানো হয়েছে। বাইশ দিন সব সুনসান। খেয়াল করুন, যুক্তরাষ্ট্র প্রকাশ্য ঘোষণা দিলো তখনই যখন এক মেয়র সুশীলদের বস্তাবন্দী করে বুড়িগঙ্গার কালো জলে ফেলতে চাইলেন, প্রাক্তন প্রধান বিচারপতির হালত হবে, অন্যদের এরকম হুমকি দিলেন। অধ্যাপক প্রস্তাব করলেন পাঁচ বছরের জন্য অটো-ক্ষমতায়ন। তার আগে প্রথম আলোর তিলকে স্টোনহেঞ্জ বানিয়েছে দু’একজন। 

প্রসঙ্গক্রমে একটি ট্র্যাজেডির কথা জানাই। ঢাবি শিক্ষক সমিতি বিবৃতি দিয়ে জানাল অধ্যাপকের প্রস্তাবনা ব্যক্তিগত, দলের নয়। আমি বিশ্বাস করলাম। কিন্তু দশ-বারোজনের একটি সান্ধ্য আলাপচারিতায় আমি ছাড়া একজনও বিশ্বাস করলেন না। ‘মিথ্যাবাদী রাখাল’ গল্পটি মনে করিয়ে দিলেন কয়েকজন। তাঁদের বিশ্বাস ওটাই সবার কথা, দলের কথা। কিউবায় ক্যাস্ত্রোকে হত্যা করার জন্য সিআইএ সাড়ে ছয়শ’বার চেষ্টা করেছে। সফল হয়নি। 
একবার সপরিবার কিউবা গিয়েছিলাম। যাবার আগে কিউবা বিষয়ে পড়াশোনা করতে বসলাম। জানলাম, ফিদেল হত্যাচেষ্টার প্রথম দিকের প্রায় ডজন খানেকের প্রতিটিতেই সরকারের জন্য জান-কোরবান দিতে প্রস্তুৎ চাটার দলের জোশে ভরপুর সদস্যদেরই ব্যবহার করা হয়েছিলো। ফিদেল সাবধান হয়ে গিয়েছিলেন। তাঁর নিরাপত্তা ইউনিটের শকুন নজর ছিলো কোনটা বেশি চাটা, কোনটা জান দিয়ে ফেলব জোশ বেশি দেখায়। সেটাকে...। বঙ্গবন্ধু হত্যাই তো উদাহরণ। হত্যার রাতের আগের বিকেলেও জনাব মোশতাক কি তাঁর পায়ের কাছে বসে থাকেননি? যত বেশি জোশ দেখাবেন, ততো বেশি বরবাদ হবেন ভায়ারা। আত্মহত্যার হুমকি ও আত্মহত্যা চেষ্টা ফৌজদারি অপরাধ, মস্করার বিষয় নয়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়