মো. সামসুল ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বেশ কঠোর এবং এর ব্যাপ্তি অনেক বড়। শুধু নির্বাচন নয়, মতপ্রকাশের স্বাধীনতায় বাধাদানও এতে অন্তর্ভুক্ত। ঢাবির শিক্ষকের মতো যারা নির্বাচন নিয়ে উল্টোপাল্টা মতপ্রকাশ করছেন তারাও যে এর আওতায় পড়বেন না তা বলা যায় না। কারণ কে কখন কার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে কী অভিযোগ দেবে, তা কেউ জানে না।
আবার অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের পরিবারের সদস্যরাও ভিসা পাবেন না। সুতরাং যারা ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভবিষ্যতে তারাও যে থাকতে পারবেন, সে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এই নতুন ভিসা নীতি নিয়ে নিরপেক্ষ ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। দলীয়ভাবে দেখার কোনো অবকাশ নেই। এতে দেশের স্বার্থ জড়িত।