শিরোনাম

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:৪১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক পীড়নের তীব্র প্রতিবাদ করছি

শামসুদ্দিন পেয়ারা

শামসুদ্দিন পেয়ারা: কোনো সংবাদ যদি রাষ্ট্রপক্ষের কাছে আপত্তিকর মনে হয় তখন রাষ্ট্রপক্ষ প্রেস কাউন্সিলে অভিযোগ করবে। এটাই নিয়ম। কোনো অভিযোগ না করেই একজন সাংবাদিককে মাঝরাতে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। রাষ্ট্র কখনোই এ ধরনের কাজ করতে পারে না। এমন নয় যে ওই সাংবাদিক কোথাও পালিয়ে যেতেন। পরদিন সকালে তাকে র‌্যাব কার্যালয়ে ডাকা যেতো। যারা এ কাজ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জোর দাবি জানাচ্ছি। একসঙ্গে সাংবাদিক শামসুজ্জামানের বিলম্বহীন মুক্তি দাবি করছি। 

প্রেস কাউন্সিলকে ডিঙিয়ে একজন সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের আইনি ব্যবস্থাগ্রহণ অনৈতিক ও অবৈধ বলে মনে করি। আদালতের নির্দেশ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। আদালত ছাড়া অন্য কোথাও কারও বিচার হতে পারবে না। এটাই আইনের শাসন। এটাই সভ্য সমাজের মাপকাঠি। লেখক: মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়