শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:০৭ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালক জাহিদ হাসান কেন পর্যাপ্ত ঘুমালেন না?

সুমন্ত আসলাম

সুমন্ত আসলাম: বলিউড নায়ক আমির খানের একটা সাক্ষাৎকার পড়েছিলাম, ‘যতো কাজই থাক, যতো সুটিংই থাক, পুরো ৮ ঘণ্টা ঘুমাই আমি। এতে সারাদিন মন চনমনে থাকে, কাজে উদ্দামতা পাই’। ঘুম শরীরের জন্য একটা অন্যরকম ওষুধ, মনেরও। অথচ আমরা এই ব্যাপারটা অবহেলা করি অনেকে। এই অবহেলার করার নানাবিধ কারণ আছে। যেমন খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটির চালক জাহিদ হাসান গত ৪৮ ঘণ্টার মধ্যে ৩০ ঘণ্টা বাস চালিয়েছেন, বাকি থাকলো ১২ ঘণ্টা। এই ১২ ঘণ্টায় তিনি খাবার খেয়েছেন, ওয়াসরুমে গিয়েছেন, এটা-ওটা করেছেন, সম্ভবত ঘুমিয়েওছেন খানিকটা। কিন্তু অপর্যাপ্ত এই ঘুমের জন্য ঘুম ঘুম ছিলো তার চোখ, শরীর, মন। ফলে যা হওয়ার তাই হয়েছে, পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে ছিটকে পড়ে বাসটি, তারপর কমপক্ষে ১০০ ফুট নীচে আন্ডারপাসের দেয়ালে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়, চালক জাহিদ হাসানসহ মারা যায় ১৯ জন। চালক জাহিদ হাসান কেন পর্যাপ্ত ঘুমালেন না, এভাবে ৩০ ঘণ্টা গাড়ি চালালেন এবং শেষপর্যন্ত দুনিয়া থেকে চলে গেলেন চিরতরে। কারণ? লোভ, অতিরিক্ত টাকার প্রতি মোহ এবং এসব অনিয়ম দেখভালের কোনো মানুষ ছিলো না। সম্ভবত প্রকৃতিগত আরেকটি কারণ ছিলো, বাসটির চলাচলের অনুমতি ছিলো না রাস্তায়। 

[২] ঘুম আমাদের অনেকের চোখেও কারও ক্ষমতায় টিকে থাকার লোভে, কারও ক্ষমতায় যাওয়ার লোভে। এই লোভের ফাঁদে পড়ে আমরা নির্ঘুম ঝিমাই, সারাক্ষণ, অনেকক্ষণ। এতে আমাদের মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, দায়িত্ব পাওয়া কাজে অনুপ্রেরণা পাই না। মন বসে না ক্ষমতার মোহে, দেশ চালানোর অনুমতি তথা ভোট প্রয়োগের অধিকারও পায় না সাধারণজন। ফলে যা হওয়ার তাই হয়। 

আমাদের রিজার্ভ শেষ হয়ে যায়, লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় প্রতি বছর, দুর্নীতিতে সেরা হই সারা পৃথিবীতে, অভাবে মানুষ তিনবেলার কাছে দুবেলা খাওয়া শুরু করে, মুক্তির জন্য দুহাত তোলে স্রষ্টার কাছে চোখের জলে, আকুতিতে, মাথা ঠুকে গুমরে গুমরে। চালক জাহিদ হাসানের মতো অপমৃত্যু হয়, তাই আমাদের অনেকের-ইতিহাস তাদের মনে রাখে না, মানুষ তাদের ঘৃণা করে, প্রকৃতি তাদের উপড়ে ফেলে তার বুক থেকে। আমরা এটা জানি, বুঝি, কিন্তু মানি না, করি না বিশ্বাসও। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়