আতিকুজ্জামান ফিলিপ: তাজা খবরÑ ‘পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ডারউইনের তত্ত্ব’। এদেশের বাচ্চারা তাদের পাঠ্যবইয়ে কী পড়বে আর কী পড়বে না তা নির্ধারণের জন্য ড. জাফর ইকবাল স্যারদের মতো বিজ্ঞানমনস্ক মানুষের পরিবর্তে এদেশের মোল্লাদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হোক। প্রতিবছর নতুন বই ছাপার আগে তারাই বাচ্চাদের পাঠক্রম ঠিক করে দেবে। তাতে করে প্রায় প্রতিবছরই পাঠ্যবই নিয়ে অনাকাক্সিক্ষত বিতর্ক দূর হবে। কীসের ডারউইন থিউরি? কীসের বিগব্যং থিউরি? কীসের মধ্যকর্ষ, অভিকর্ষ থিউরি?
এইসব থিউরি পড়ে পড়েই তাবৎ পৃথিবী রসাতলে যাচ্ছে। আর এসব থিউরি পড়ে না বলেই আমাদের মোল্লারা তরতর করে এগিয়ে যাচ্ছে। আপনারা কি দেখেননি, এইসব থিউরি পায়ে ঠেলেছে বলেই আজ আমরা বিজ্ঞানী তারেক মনোয়ার পেয়েছি। আপনারা কি দেখেননি, এইসব থিউরি ত্যাজ্য করেছে বলেই আজ আমরা বিজ্ঞানী ইব্রাহিমোভিচ পেয়েছি। কে বলেছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? বরং পৃথিবী ঘোরে মোল্লাদের চারিদিকে, পৃথিবী না ঘুরলেও আমার এই প্রিয় স্বদেশটা মোল্লাদের চারিদিকেই ঘোরে। সন্দেহ আছে কোনো! ফেসবুক থেকে