শিরোনাম
◈ আমেরিকায় বাংলাদেশি হাবিব নুরের সফলতার গল্প: বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা ◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে ভালো না রাখতে পারলে কাউকেই ভালো রাখা যায় না

নাদেরা সুলতানা নদী

নাদেরা সুলতানা নদী: ধরুন আপনি মানুষ হিসেবে খুব গোছানো মানুষ বা নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ। আপনার জন্যে খুব যন্ত্রণার অভিজ্ঞতা হবে তখনই, যদি দেখেন আপনার সামনে কেউ খুব এলেমেলো এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে কারণে বা অকারণে! আপনি যদি মানুষ হিসেবে বুক-পিঠ টান টান করে, মানে যাকে আমরা বলি, শিরদাঁড়া সেটাকে সব সময় সোজা করে চলতে অভ্যস্ত হোন, আপনার জীবনে সবচেয়ে বড় পরাজয় নেমে আসে যদি দেখেন আপনার পরিবার পরিজন বা কাছের কোনো মানুষের চরিত্র হয় তার সম্পূর্ণ বিপরীত। 

আপনার জন্যে ভীষণ রকমের চাপ হবে তখনই, যখন ধরুন আপনি আপনার পরিবার, বা কাজ সব জায়গাতেই চলেন একশো মিটার স্পিডে কিন্তু আপনার পাশে থাকা মানুষেরা চলে ১০/২০ মিটার বেগে বা মাঝে মাঝে শূন্য বেগে- এই জ্বালা মেনে নেওয়া খুব কঠিন। না সব হতাশার কথা বললাম, এখন আশার কথা বলি। এই সব কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি আপনার নিজেকে বদলাতে পারেন, নানান পরিবেশের সাথে খাপ খাওয়াতে, কিন্তু অন্যদের চাইলেও সবাইকে তা পারবেন না। তাই এর কোনো একটা কারো জীবনে কাকতালীয়ভাবে মিলে গেলে কী হবে তার উপায়!

উপায় একটাই, চোখ বুজে কিছু সময় লম্বা শ্বাস নিয়ে বলুন, আমার মতো যদি না হয় আমার আবহ, সবটুকু চেষ্টা করি নিজের স্রোতের ধারায় জীবন, যতোটা আনা যায় তা আয়ত্বে সের্টা এরপরও তা না হলে, আর একবার বলুন, জীবন একটাই, এবং তা ছোট। চাপ নিয়ে আর যাই হোক লম্বা সময় ধরে ভালো থাকা যায় না, নিজেকে ভালো না রাখতে পারলে কাউকেই ভালো রাখা যায় না। তাই অন্যদের বদলাতে না পারলে, বদলাতে হবে নিজেরই দৃষ্টিভঙ্গি। কিন্তু এটা কঠিন, সুকঠিন একটা কাজ। নিজের জীবন দিয়ে অনেকবার এই উপলব্ধি হয়েছে আমার। আজ আরো একবার হলো। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়