শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:০৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা উপভোগ করুন

আহসান হাবিব

আহসান হাবিব: খেলা উপভোগ করুন। মানুষ এটা আবিষ্কার করেছে নিজেকে সভ্য করার জন্য। তার ভেতরে যে আদিম বন্যতা আছে, খেলা তা পরিহার করার একটি শ্রেষ্ঠ উপায়। খেলা মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। সংস্কৃতির যত মাধ্যম আছে, খেলা তাদের মধ্য শ্রেষ্ঠ এই কারণে যে এর মধ্য দিয়ে যেমন নির্মল বিনোদন দেয়া যায়, শরীরও পায় তার ফিটনেস ও নিরোগ থাকার সব উপাদান এবং সবচাইতে সেরা যে কাজটি করে তা হলো খেলা অবসরকে আনন্দে ভরিয়ে তোলা। এর মধ্য দিয়ে সে নিজেকে মার্জিত করে এবং সভ্য হয়ে ওঠার পথে পা বাড়ায়। খেলা যখন আবিষ্কার হয়নি, তখন মানুষ বন্য ছিল, একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। এই বন্যতা থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হলো খেলা। খেলা মানুষকে যুক্তি এবং নিয়মের মধ্য বেঁধে ফেললো। এই নিয়মই মানুষকে আদিম বন্যতা মুক্তির পথ দেখালো।

খেলা একটি শিল্প। যারা খেলোয়াড় তারা এক একজন শিল্পী। তারা মানুষকে শিল্পের আনন্দে মাতিয়ে রাখে। তবে খেলায় যেহেতু জয় পরাজয় থাকে, তাই মননে প্রতিযোগিতার একটি জেদ কাজ করে। এটা খেলার সবচাইতে সেরা দিক। তবে তারও চেয়ে সেরা হলো খেলার ফল যাই হোক মেনে নেয়ার স্পিরিট। প্রতিপক্ষ দলের কেউ একে অপরের শত্রু হয় না, বরং পরম বন্ধু হিসেবে ব্যবহার করে। এখন ফুটবল বিশ্বকাপ চলছে। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় শো এটি। সত্যি তাই। এবং এজন্যই সারা পৃথিবীর মানুষ এই খেলাকে উপলক্ষ্য করে উন্মাদনায় মেতে ওঠে। প্রায়ই লক্ষ্য করি এই দেশে উন্মাদনাকে ছাপিয়ে কেউ কেউ সহিংস হয়ে ওঠে। এই সহিংসতাই প্রমাণ করে মানুষ এখনো অসভ্য রয়ে গেছে। খেলাকে কেন্দ্র করে সহিংসতা নয়, নির্মল আনন্দে মেতে উঠুন। যে দলই জিতুক, অভিবাদন জানান। খেলার মূল প্রেরণা মানুষকে সভ্য করা এবং আনন্দে রাখা। তাই হোন এবং সকলে মিলে খেলা উপভোগ করুন। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়