শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:০৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা উপভোগ করুন

আহসান হাবিব

আহসান হাবিব: খেলা উপভোগ করুন। মানুষ এটা আবিষ্কার করেছে নিজেকে সভ্য করার জন্য। তার ভেতরে যে আদিম বন্যতা আছে, খেলা তা পরিহার করার একটি শ্রেষ্ঠ উপায়। খেলা মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। সংস্কৃতির যত মাধ্যম আছে, খেলা তাদের মধ্য শ্রেষ্ঠ এই কারণে যে এর মধ্য দিয়ে যেমন নির্মল বিনোদন দেয়া যায়, শরীরও পায় তার ফিটনেস ও নিরোগ থাকার সব উপাদান এবং সবচাইতে সেরা যে কাজটি করে তা হলো খেলা অবসরকে আনন্দে ভরিয়ে তোলা। এর মধ্য দিয়ে সে নিজেকে মার্জিত করে এবং সভ্য হয়ে ওঠার পথে পা বাড়ায়। খেলা যখন আবিষ্কার হয়নি, তখন মানুষ বন্য ছিল, একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। এই বন্যতা থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হলো খেলা। খেলা মানুষকে যুক্তি এবং নিয়মের মধ্য বেঁধে ফেললো। এই নিয়মই মানুষকে আদিম বন্যতা মুক্তির পথ দেখালো।

খেলা একটি শিল্প। যারা খেলোয়াড় তারা এক একজন শিল্পী। তারা মানুষকে শিল্পের আনন্দে মাতিয়ে রাখে। তবে খেলায় যেহেতু জয় পরাজয় থাকে, তাই মননে প্রতিযোগিতার একটি জেদ কাজ করে। এটা খেলার সবচাইতে সেরা দিক। তবে তারও চেয়ে সেরা হলো খেলার ফল যাই হোক মেনে নেয়ার স্পিরিট। প্রতিপক্ষ দলের কেউ একে অপরের শত্রু হয় না, বরং পরম বন্ধু হিসেবে ব্যবহার করে। এখন ফুটবল বিশ্বকাপ চলছে। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় শো এটি। সত্যি তাই। এবং এজন্যই সারা পৃথিবীর মানুষ এই খেলাকে উপলক্ষ্য করে উন্মাদনায় মেতে ওঠে। প্রায়ই লক্ষ্য করি এই দেশে উন্মাদনাকে ছাপিয়ে কেউ কেউ সহিংস হয়ে ওঠে। এই সহিংসতাই প্রমাণ করে মানুষ এখনো অসভ্য রয়ে গেছে। খেলাকে কেন্দ্র করে সহিংসতা নয়, নির্মল আনন্দে মেতে উঠুন। যে দলই জিতুক, অভিবাদন জানান। খেলার মূল প্রেরণা মানুষকে সভ্য করা এবং আনন্দে রাখা। তাই হোন এবং সকলে মিলে খেলা উপভোগ করুন। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়