শিরোনাম
◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি” ◈ সাবেক এমপি-মন্ত্রীদের দামি ৩১ গাড়ি নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:০১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনে যাদের কাছে শিখেছি, তাঁরা সবাই শিক্ষক

অজয় দাশগুপ্ত

অজয় দাশগুপ্ত: আমার মায়ের পিতা দাদু ছিলেন বৃটিশ ভারতের স্কুল হেডমাস্টার। আমার সবচেয়ে সুখী দিদি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। চাকরি জীবনে গলদঘর্ম বলদের ব্যাংক চাকরির পর ভাগ্য জুটিয়ে দিয়েছে পরীক্ষকের চাকরি। শিক্ষার সাথে জড়িত এই কাজটিতে এসে জেনেছি, শিক্ষক হবার মর্যাদা কতো। আমার জীবন ও জীবনবোধ তৈরির সূচনালগ্নে বহু শিক্ষকের অবদান আছে। প্রাইমারি স্কুলের দেবতাতুল্য সে সব শিক্ষকদের ভারী ভারী ডিগ্রি ছিল না, ছিল বুক ভরা ভালোবাসা, সাইকেল চড়ে পড়াতে আসা সে সব শিক্ষকদের ছিল আদর্শ আর মেরুদণ্ড। হয়তো সে কারণেই মেরুদণ্ডটি এখনো বাঁকা হয়ে যায়নি। 

হাই স্কুলে আমাদের হেডমাস্টার প্রয়াত এ কে মাহমুদুল হক ছিলেন এক বাতিঘর। সুদর্শন, ব্যক্তিত্বসম্পন্ন অথচ মজার মানুষ। যিনি ছাত্রদের ভালো ফলাফল করলে প্রেম করিয়ে দেয়ারওলোভ দেখাতেন। এমন গুরুতুল্য প্রধান শিক্ষক না থাকলে কবে ছড়াকার হতাম আর কবে লিখতাম জানি না। কলেজ জীবনে বেশকিছু শিক্ষকের ভেতর ইংরেজির অধ্যাপক প্রয়াত রণজিৎ চক্রবর্তী ছিলেন গুরুতুল্য। অমন সুবেশী স্যুট টাই পরা ভদ্রলোক এখন চোখেই পড়ে না। স্যার কোনো বই পড়াতেন না, কবিতাও কবিকে পড়াতেন। জলদগম্ভীর কণ্ঠটি অনায়াসে মূর্ত করে তুলতো জন কীটস, শেকসপিয়ার, ব্রাউনিং কিংবা রবীন্দ্রনাথ। পরবর্তী কালে ইংরেজি সাহিত্য পাঠ ও ভালোলাগার সূত্র আমার এই শিক্ষক। যেমন বাংলা নাটক উপন্যাস চিনিয়েছিলেন প্রয়াত মমতাজউদ্দিন আহমেদ।

জীবনে যাদের কাছে শিখেছি তাঁরা সবাই শিক্ষক। ক্লাস করিনি বলে কি সরদার ফজলুল করিম, আনিসুজ্জামান, আবু হেনা মোস্তফা কামাল কিংবা সৈয়দ মুজতবা আলী শিক্ষক নন? সবার ওপরে সেই রবীন্দ্রনাথ যাঁর কাছ থেকে রোজ শিখি, আমৃত্যু শিখব। তবে আমার প্রিয়তম শিক্ষক একজনই তিনি আমার মা প্রভাবতী দাশগুপ্ত। শিক্ষা বললেই মনে পড়ে মায়েরর কাছ ঘেষে বসে অ আ ক খ থেকে ছড়া পড়তে শেখা। এমন শিক্ষক আর কেউ হয় না। শুভ শিক্ষক দিবস। লেখক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়