শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০২:১১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে গত ১৪ বছরের  দেশসেবায় শেখ হাসিনা যা করেছেন

শামীম আহমেদ

শামীম আহমেদ: ২৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিলো। প্রধানমন্ত্রী হিসেবে গত ১৪ বছরের দেশসেবায় তিনি, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭৪% থেকে ৭.২৫%, মাথাপিছু আয় ৪২৭ ডলার থেকে ২৮২৪ ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ বিলিয়ন ডলার থেকে ৪৮ বিলিয়ন ডলার, রপ্তানি আয় ১ বিলিয়ন ডলার থেকে ৫২ বিলিয়ন ডলার, বিদ্যুত উৎপাদন ক্ষমতা ৩১০০ মেগাওয়াট থেকে ২৫ হাজার ৭৩০ মেগাওয়াট, মোট বিদ্যুত কেন্দ্র ২৭ টি থেকে ১৫৪ টি, বিদ্যুত আওতাধীন জনগোষ্ঠী দেশের ৪৭ শতাংশ থেকে ১০০ শতাংশ, খাদ্য উৎপাদন ৩৪৭ লাখ মেট্রিক টন থেকে ৪৬৫ মেট্রিক টন, দারিদ্র্যের হার ৪২ শতাংশ থেকে ২০ শতাংশ, বৈদেশিক বিনিয়োগ ৪৬ কোটি ডলার থেকে ৩৫০ কোটি ডলার, রেমিটেন্স আয় ৫ বিলিয়ন ডলার থেকে ২৬ বিলিয়ন ডলার, মাথাপিছু বিদ্যুত উৎপাদন ১৭৬ কিলোয়াট/ঘন্টা থেকে ৬০৯ কিলোয়াট/ঘন্টা, কৃষি ভর্তুকি ০ টাকা থেকে ১২ হাজার টাকা, অতি দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ, গড় আয়ু ৬৫ বছর থেকে ৭৩ বছর, মাতৃত্বকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস, বয়স্ক ভাতা ২০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ৫০০ কোটি থেকে ২০ হাজার কোটি টাকা, হাইটেক পার্ক ও ইনোভেসন সেন্টার ০ থেকে ৪৬টি, ডিজিটাল ক্লাসরুম ও ল্যাব ০ থেকে ৮৬ হাজার, তথ্য প্রযুক্তিখাতে আয় ২৬ মিলিয়ন ডলার থেকে ১.৫ বিলিয়ন ডলার, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ০ থেকে ১.১৩ লাখ কোটি টাকায় নিয়েছেন’। 
এইসব সংখ্যাতত্বের বাইরে মৌলবাদ দমন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন, ধনী ও উচ্চশিক্ষিত সুশীল শ্রেণিকে প্রাধান্য না দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করা, প্রবাসীদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়াসহ অসংখ্য অর্জন তার। আমার দৃষ্টিতে পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান তার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের জন্য এত বিপুল উন্নতিসাধন করতে পারেননি। হ্যাঁ, অনেকের চাওয়া অনেক বেশি। আবার অনেকের চাওয়া খুব সুনির্দিষ্ট। সবার সব চাওয়া তিনি পূরণ করতে পারেন নাই। কেউ পারেন বলেও মনে হয় না। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, অথচ কোন নির্দিষ্ট সৃষ্টিকর্তা বা তার প্রেরিত পুরুষকেও একযোগে ২০০ কোটির বেশি মানুষ পছন্দ করে না। ৬০০ কোটি মানুষই তাদের অপছন্দ করে, ক্ষেত্র বিশেষে ঘৃণা করে। সবাইকে খুশী করা কারও পক্ষেই সম্ভব না। ব্যক্তির ক্ষেত্রে যেমন একটি চাওয়াই তার সবকিছু, একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে সামগ্রিক জনগোষ্ঠীর স্বার্থকেই প্রাধান্য দিতে হয়। আশা করি সামনে আরও বেশি মানুষ তার কাজে খুশি হবেন। না হলেও সমস্যা নাই। পৃথিবীর সবাইকে খুশি করার ম্যান্ডেট নিয়ে আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠান নাই, এটা সম্ভব না। দেশটা এভাবেই ক্রমাগত এগিয়ে যাক তার নেতৃত্বে। এই কামনা করি। শুভ জন্মদিন প্রিয় নেত্রী শেখ হাসিনা। জয় বাংলা। ২৮ সেপ্টেম্বর ২০২২।

শামীম আহমেদ: লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • সর্বশেষ
  • জনপ্রিয়