কামাল বড়ুয়া (ফেসবুক থেকে) : ছাদখোলা বাসে ঢাকার বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে চোট পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। কপালে তিনটি সেলাই লেগেছে তার। তবে বড় কোনো বিপদ হয়নি। 'সিঙ্গাপুর, সুইজারল্যান্ডের মতো উন্নত' হলেও যে দেশে রাস্তার উপরের অংশে এতো বৈদ্যুতিকসহ ওটা-সেটার তার, খুঁটি জড়ানো, মারাত্মক ঘিঞ্জি; সেই দেশে ছাদখোলা বাসের আনন্দে দু:সংবাদ তো আসবেই। সম্পাদনা: আলামিন শিবলী
আপনার মতামত লিখুন :