শিরোনাম
◈ জানুয়ারি থেকেই চালু হতে পারে নতুন পে স্কেল ◈ কিভাবে ভোট দেবেন প্রবাসীরা, জানালেন ইসি সানাউল্লাহ ◈ বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ◈ ট্রাম্পের অস্পষ্ট গাজা প্রস্তাব—যুদ্ধ থেমেছে, ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চি: আল জাজিরার প্রতিবেদন ◈ ২০২৫ সালে বিদেশে বসবাসের জন্য সেরা যে ৫ দেশ ◈ গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির ফেসবুক স্ট্যাটাস ◈ জাতিসংঘের বিশেষ দূতের প্রশ্ন: শক্তিশালী নৌবাহিনী গাজার অবরোধ ভাঙতে ব্যর্থ কেন? ◈ উত্তাল সমুদ্র থেকে শহিদুল আলমের স্ট্যাটাস: ইসরায়েলি হামলার শঙ্কা পেরিয়ে গাজার পথে অটল অভিযাত্রা ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ◈ ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে ফ্লোটিলার প্রথম জাহাজ গাজার জলসীমায় প্রবেশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির ফেসবুক স্ট্যাটাস

মানবিক সহায়তা নিয়ে ভূমধ্যসাগর থেকে গাজার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে এবার বার্তা দিয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

এদিকে, মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে। যদিও সেটি ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক হয়েছে কি-না, তা এখনো নিশ্চিত নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) জানা গেছে, গাজার উপকূলমুখী এই ফ্লোটিলার বহরের আরও অন্তত দুই ডজন নৌকা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলারের লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী ‘মিকেনো’ নামে একটি নৌযান বর্তমানে গাজার জলসীমার ভেতরে অবস্থান করছে। তবে এটি আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ দিকে ইসরায়েলি কমান্ডো বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি নৌকা আটক করেছে বলেও জানা গেছে। সর্বশেষ তথ্য অনুসারে, ২৪টি নৌযান এখনো যাত্রা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার জলসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়